হাজিমে মোরিইয়াসু এবং কাতারে জাপানের স্বপ্নযাত্রা

জাপান ফুটবল দলের কোচ হাজিমে মোরিইয়াসুছবি: এএফপি

হাজিমে মোরিইয়াসুর নাম বাংলাদেশের ফুটবলপ্রেমিকদের অনেকের কাছেই অজানা মনে হতে পারে। তবে ২০২২ বিশ্বকাপ ফুটবলে গতকাল বুধবার রাতে জাপানের চমক লাগানো পারদর্শিতার পেছনে যদি একক কারও অবদানের কথা বলতে হয়, তবে তিনি হলেন জাপান জাতীয় দলের এই ম্যানেজার ও কোচ। মোরিইয়াসুকে কঠিন পথ পার হয়ে এ পর্যায়ে আসতে হয়েছে; যদিও মূল পথ পরিক্রমণে যাত্রার এটা হচ্ছে সূচনামাত্র।

এবারের বিশ্বকাপের জন্য জাতীয় দলের খেলোয়াড় বাছাই করে নেওয়ার প্রক্রিয়ায় প্রথম যে সমস্যার মুখে মোরিইয়াসুকে পড়তে হয়, তা হলো ইউরোপের বিভিন্ন দেশের পেশাদার ফুটবল লিগের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চোট পাওয়া ফুটবলারদের জায়গায় কাকে তিনি নেবেন, সেই সমস্যার সমাধান করা।

শুরুতে পিছিয়ে পড়েও জার্মানির বিপক্ষে ২–১ ব্যবধানে জয়, জাপান দলের উচ্ছ্বাস ছিল দেখার মতো
ছবি: এএফপি

উল্লেখ্য, জাপানের জাতীয় দলের জন্য যে ২৬ জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে বেছে নিয়েছে জাপানের ফুটবল সমিতি, তাঁদের মধ্যে ১৭ জন খেলছেন ইউরোপের বিভিন্ন লিগে। এর বাইরে চোট পাওয়ার কারণে দলে জায়গা পাননি আরও পাঁচজন।

যাঁর ওপর মোরিইয়াসু খুব বেশি আস্থা রেখেছিলেন, জার্মানির বুন্দেসলিগার নিয়মিত সেই খেলোয়াড় কিওগো ফুরুহাশি হাঁটুর চোটের কারণে এখন চিকিৎসাধীন। এ কারণে বিশ্বকাপে খেলার জন্য জাতীয় দলে তাঁর অন্তর্ভুক্তি শুরুতেই বাধার মুখে পড়ে। কোচকে বাধ্য হয়ে বিকল্প কোনো সদস্যকে দলে জায়গা করে দিতে হয়েছে।

জার্মানির বিরুদ্ধে জয়ের পরে এখন মনে হয় ফুরুহাশির চোট পাওয়া জাপানের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। কেননা, জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় গোলটি যিনি করেছেন, সেই তাকুমা আসানোকে ফুরুহাশির বদলি হিসেবেই দলে অন্তর্ভুক্ত করা হয়। আসানো অবশ্য দেখিয়ে দিয়েছেন, বদলি খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেলেও অন্যদের চেয়ে তিনি কম কিছু নন। বিশেষ করে একদৌড়ে এগিয়ে গিয়ে জটিল এক কোণ থেকে যেভাবে তিনি গোলটি করেছেন, এককথায় সেটাকে বলতে হয় অসাধারণ!

আসানো দেখিয়ে দিয়েছেন, বদলি খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেলেও অন্যদের চেয়ে তিনি কম কিছু নন
ছবি: এএফপি

তবে প্রাথমিক সে রকম বাধা অতিক্রম করে দলের সদস্য বাছাই শেষ হয়ে যাওয়ার পর অন্য যে মাথাব্যথা জাপানের ফুটবল কর্মকর্তাদের সামনে দেখা দেয়, তা হলো গ্রুপ পর্যায়ে দলের অন্তর্ভুক্তি। জাপান জায়গা পেয়েছে ‘ই’ গ্রুপে, শুরু থেকেই যেটাকে দেখা হচ্ছিল দুই শক্তিধর দল জার্মানি ও স্পেনের সামনে দুর্বল হিসেবে গণ্য জাপান ও কোস্টারিকার জন্য দুঃস্বপ্নের গ্রুপ হিসেবে। জাপানের ফুটবলপ্রেমিকদের পাশাপাশি দেশের সংবাদমাধ্যমও ধরে নিয়েছিল গ্রুপ পর্ব পার হওয়া জাপানের জন্য হবে প্রায় অসম্ভব। ফলে, সে রকম অবস্থায় খেলার কৌশল ঠিক করে নেওয়া ছিল মোরিইয়াসুর জন্য কষ্টকর এক কাজ।

এ কারণে বলা যায়, জাপান দল কাতারে উপস্থিত হয়েছিল খুব বড় কোনো আশা না নিয়েই। অনেকেই এ রকম ধারণা করেছিলেন যে জার্মানির বিরুদ্ধে প্রথম খেলাতেই জাপানের বিদায়ের ঘণ্টা হয়তো বাজতে শুরু করবে। টেলিভিশন অথবা কম্পিউটারের পর্দায় যাঁরা খেলা দেখেছেন, তাঁদেরও শুরুতে হয়তো এ রকম মনে হয়েছিল যে পরাজয় জাপানের জন্য মুখ্য বিবেচিত হবে না, বরং বিশাল ব্যবধানের পরাজয় এড়িয়ে যাওয়াটাই বড় হয়ে দেখা দিতে পারে।

আরও পড়ুন

খেলার আগের এবং খেলা শুরু হওয়ার পরের এ পরিস্থিতি সম্ভবত মোরিইয়াসুকে অনেকটা ভারমুক্ত করে থাকবে। আর এ অবস্থায় খেলার কৌশল ব্যাপকভাবে বদলে নেওয়ার মতো ঝুঁকি গ্রহণে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি ধরে নিয়েছিলেন, ঝুঁকি থাকলেও ক্ষতির কিছু হয়তো সেখানে নেই। ঝুঁকির এ বিষয় আলোচনায় চলে আসে খেলা শুরু হওয়ার সময় থেকেই।

প্রথমার্ধের প্রায় পুরো সময় ধরে জাপানের পায়ে বল প্রায় উঠতেই দেখা যায়নি। বলা যায়, বল প্রায় পুরো সময় ছিল জার্মানির কবজায়।

জাপানের আক্রমণ ঠেকাতে বেগ পেতে হয়েছে জার্মানির
ছবি: এএফপি

সবচেয়ে বেশি যাঁর ওপর মোরিইয়াসু নির্ভর করেছিলেন, স্পেনের লিগে খেলা এবং জাপানে ছোট মেসি নামে পরিচিত সেই তকেফুসা কুবো খেলার ধারা যেন একেবারেই খুঁজে পাচ্ছিলেন না। পাশাপাশি আক্রমণভাগে দাইজেন মায়েদাও ছিলেন অনেকটাই নিষ্প্রভ। রক্ষণভাগের দুর্বলতাও প্রথমার্ধে অনেকের দৃষ্টি এড়িয়ে যায়নি।

এ কারণে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রথমে তিনজন এবং পরে আরও দুজন বদলি খেলোয়াড়কে কোচ মাঠে নামান, যাঁদের উপস্থিতি পুরোপুরি পাল্টে দেয় জাপানের খেলার ধারা। ২টি গোলই করেছেন দুই বদলি খেলোয়াড় এবং বলা যায়, পরাজয়ের মুখ থেকে জাপানের জয় তাঁরা ছিনিয়ে এনেছেন।

আরও পড়ুন

এই সাফল্য জাপানের কাছ থেকে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা এখন একলাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অনেকেই এখন দলের গ্রুপ পর্ব পার হয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। ২৭ নভেম্বর কোস্টারিকার বিরুদ্ধে খেলায় জাপানের বিজয় নিশ্চিত করে দেবে গ্রুপ পর্যায় উত্তীর্ণ হয়ে যাওয়ার বিষয়টি।

মোরিইয়াসু অবশ্য কেবল কোস্টারিকাকে পরাজিত করতে পারা নিয়েই আশান্বিত নন, একই সঙ্গে তিনি মনে করছেন, স্পেনের বিরুদ্ধেও চমক দেখাতে সক্ষম হবে তাঁর দল। সন্দেহ নেই, প্রথম খেলায় অত্যন্ত শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার মধ্য দিয়ে দলের খেলোয়াড়দের মনোবল এখন অনেকটাই দৃঢ়। ফলে, কাতারে জাপানের সাফল্যের স্বপ্ন দেখা এখন আর দিবাস্বপ্ন গণ্য হবে না।