কল অব ডিউটিতে মেসি-নেইমার

নেইমার ও মেসিফাইল ছবি

জনপ্রিয় ভিডিও গেম কল অব ডিউটিতে হাজির হচ্ছেন লিওনেল মেসি ও নেইমার। থাকছেন ফরাসি মিডফিল্ডার পল পগবাও। কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ২–এর ‘ওয়ারজোন ২.০’র সামনের হালনাগাদ সংস্করণে তিন ফুটবল তারকার চরিত্র রাখা হয়েছে।

এরই মধ্যে নেইমার ও পগবার পোশাকের ছবি ফাঁস হয়ে গেছে। গেমটির প্রকাশক প্রতিষ্ঠান অ্যাকটিভিশন মেসি–নেইমার–পগবার অংশগ্রহণ নিশ্চিতও করেছে। তবে গেমটি কবে মুক্তি পাবে জানানো হয়নি। তবে কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে কিছুদিনের মধ্যে গেমটি ছাড়া হতে পারে বলে ধারণা অনেকের।

মেসি–নেইমারের ভিডিও গেমে চিত্রায়ণ অবশ্য এটিই প্রথম নয়। আর্জেন্টিনা–ব্রাজিলের দুই মহাতারকাকে এ বছরের শুরুতে পাবজি গেমেও দেখা গেছে। নেইমার গত বছর অনলাইন গেম ফোর্টনাইটেও ছিলেন।

‘মডার্ন ওয়ারফেয়ার: ২’ কল অব ডিউটি সিরিজের ষষ্ঠ গেম। ২০০৯ সালে প্রথম মুক্তি পাওয়া গেমটিতে খেলোয়াড়কে ব্রাজিলের রিও ডি জেনেরিও, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, আফগানিস্তান, রাশিয়ার বিমানবন্দর ও সাবমেরিনে গেমটির অধিকাংশ মিশন খেলতে হয়।

এ বছরের সংস্করণ মুক্তি পায় গত ২৮ অক্টোবর। মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বব্যাপী ৮০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে গেমটি, যা কল অব ডিউটি গেমের ইতিহাসে আয়ের দিক থেকে দ্রুততম।

আরও পড়ুন

এর আগে ২০১১ সালে মডার্ন ওয়ারফেয়ার ৩ প্রথম পাঁচ দিনে আয় করেছিল ৭৫৫ মিলিয়ন মার্কিন ডলার।

মেসি–নেইমারদের যুক্ত করে সামনে আরও বেশি আয়ের সম্ভাবনা জাগিয়েছে কল অব ডিউটি। বিশ্বব্যাপী ফুটবল বিশ্বকাপের মাতামাতির মধ্যেই গেমটি মুক্তি দেওয়া হতে পারে।

আরও পড়ুন

কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে ২০ নভেম্বর। মেসিরা তাঁদের প্রথম ম্যাচ খেলবেন ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ গ্রুপে অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৭ নভেম্বর) ও পোল্যান্ড (১ ডিসেম্বর)।

অন্যদিকে নেইমাররা আছেন ‘জি’ গ্রুপে। ২৫ নভেম্বর প্রথম ম্যাচের প্রতিপক্ষ সার্বিয়া। অপর দুই ম্যাচ সুইজারল্যান্ড (২৮ নভেম্বর) ও ক্যামেরুনের (৩ ডিসেম্বর) বিপক্ষে।