আজ চেলসির বিপক্ষে অনিশ্চিত হলান্ড

আর্লিং হলান্ড আজ না–ও খেলতে পারেনএএফপি

আন্তনিও রুডিগার না হয় তাঁকে ‘বোতলবন্দী’ করে রাখেন। তাই রিয়াল মাদ্রিদের সামনে পড়লে আর্লিং হলান্ডকে সেভাবে খুঁজে পাওয়া যায় না।

কিন্তু চেলসির রক্ষণভাগ হলান্ডকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি। চেলসির বিপক্ষে অতীতে ঠিকই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার। লন্ডনের ক্লাবটির বিপক্ষে এখন পর্যন্ত ৪ ম্যাচে ২টি গোল ও ১টি অ্যাসিস্ট আছে তাঁর।

লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আজ রাতে এফএ কাপ সেমিফাইনালে সেই চেলসিরই মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। কিন্তু এই ম্যাচে হলান্ডকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শঙ্কার কথাটা জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা।

গত বুধবার রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে নির্ধারিত ৯০ মিনিট শেষেই হলান্ডকে তুলে নিয়েছিলেন গার্দিওলা। সে সময় অনেকে হয়তো ধারণা করেছিলেন, রিয়ালের বিপক্ষে গোল করতে ব্যর্থ হওয়ায় কৌশলের বদলানোর অংশ হিসেবেই হলান্ডকে তুলে নিয়ে হুলিয়ান আলভারেজকে নামিয়েছেন গার্দিওলা। তবে সত্যিটা হলো হলান্ড সেদিন হালকা চোট পেয়েছিলেন।

রিয়ালের বিপক্ষে মাংসপেশিতে টান লাগায় হলান্ডকে তুলে নিতে বাধ্য হন গার্দিওলা
এএফপি

হলান্ডের খেলার ব্যাপারে সাংবাদিকের প্রশ্নের জবাবে গার্দিওলা বলেছেন, ‘কেভিন (ডি ব্রুইনা) ঠিক আছে। আর্লিংয়ের (হলান্ডের) ব্যাপারটা দেখতে হবে। ওর হালকা চোট আছে, একটু সমস্যা আছে। সে কতটা ভালো অনুভব করছে, আগামী কয়েক ঘণ্টা আমরা তা পর্যবেক্ষণ করব।’

আরও পড়ুন

হলান্ড কী ধরনের চোটে পড়েছেন, সেটাও জানিয়েছেন গার্দিওলা, ‘(রিয়ালের বিপক্ষে) ম্যাচটা খুব কঠিন ছিল। দুই দলই ১২০ মিনিট তীব্র লড়াই করেছে। আর্লিং মাংসপেশিতে টান অনুভব করেছে। এ কারণেই সে আমাকে বলেছিল, “আমি আর খেলা চালিয়ে যেতে পারব না”। যা-ই হোক, আমরা আগামীকাল (আজ) ওর পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’