লিভারপুল ও মিলানের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের দুই প্রাহা

ইউরোপা লিগে সহজ প্রতিপক্ষই পেয়েছে লিভারপুল ও এসি মিলানএএফপি

মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। সেই হিসেবে জার্মান এই কোচ অ্যানফিল্ডে নিজের শেষ মৌসুমটা রাঙাতে পারেন শিরোপা চতুষ্টয়ের রঙে। ইংলিশ প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও এফএ কাপের সঙ্গে তাঁর সামনে উয়েফা ইউরোপা লিগ জয়ের হাতছানি।

সুইজারল্যান্ডের নিয়নে আজ ইউরোপা লিগের শেষ ষোলোর ড্রয়ে সহজ প্রতিপক্ষই পেয়েছে লিভারপুল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ স্পার্তা প্রাহা। শেষ ষোলোতে সহজ প্রতিপক্ষ পেয়েছে ইতালির দল এসি মিলানও। তাদের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রেরই আরেক ক্লাব স্লাভিয়া প্রাহা।

আরও পড়ুন

তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে জার্মানির ক্লাব বায়ার লেভারকুসেনও। এই মুহূর্তে বায়ার্ন মিউনিখের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে জার্মান বুন্দেসলিগার শীর্ষে থাকা লেভারকুসেনের প্রতিপক্ষ আজারবাইজানের ক্লাব কারাবাখ এফকে। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৩২ ম্যাচ খেলে অপরাজিত থাকা লেভারকুসেনের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তেমন বাধা হওয়ার কথা নয় আজারবাইজান প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ক্লাবটির।

শেষ ষোলোর এই তিনটি লড়াই ছাড়া বাকি ম্যাচগুলো প্রায় সমানে সমান দলের খেলা। শেষ ষোলোর প্রথম লেগ ৭ মার্চ, দ্বিতীয় লেগ ১৪ মার্চ।