কোন দেশের খেলোয়াড়দের জন্য সবচেয়ে বেশি খরচ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর
ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে জনপ্রিয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ধনী ফুটবল প্রতিযোগিতা। দলবদলের প্রতি মৌসুমেই খেলোয়াড় কেনায় কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করে এই লিগের ক্লাবগুলো। প্রশ্ন হলো, কোন দেশের খেলোয়াড়দের দলবদল ফি হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো?
ট্রান্সফারমার্কেট উত্তর খুঁজে বের করেছে। ১৯৯২–৯৩ মৌসুমে যাত্রা শুরু করে প্রিমিয়ার লিগ। তার পর থেকে এ পর্যন্ত কোন দেশের খেলোয়াড়দের দলবদল ফি হিসেবে লিগের দলগুলো সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে, আসুন জেনে নিই—
প্রিমিয়ার লিগ যেহেতু ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা এবং ইংল্যান্ডের খেলোয়াড়েরাই এ লিগে সবচেয়ে বেশি খেলায় (গত জানুয়ারি পর্যন্ত ১৭২৩ জন) উত্তর শুনে অবাক না–ও হতে পারেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। গত ৩৩ বছরে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ইংল্যান্ডের খেলোয়াড়দের দলবদল ফিতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। অঙ্কটাও বেশ বড়—৬৭১ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৯৫ হাজার ৬০ কোটি টাকা!
ইংল্যান্ডের পরই এ তালিকায় দ্বিতীয় তাদের প্রতিবেশী দেশ ফ্রান্স। ফরাসি খেলোয়াড়দের দলবদলে এখন পর্যন্ত ২৬৮ কোটি ইউরো (প্রায় ৩৭ হাজার ৯৬৭ কোটি টাকা) খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
যে দেশের খেলোয়াড়দের দলবদলে সবচেয়ে বেশি খরচ (শীর্ষ ১০)
তৃতীয় স্থানে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দেশের খেলোয়াড়দের জন্য এ পর্যন্ত ২২৮ কোটি ইউরো (প্রায় ৩২ হাজার ৩০০ কোটি টাকা) খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
শীর্ষ পাঁচে আর্জেন্টিনার জায়গা হয়নি। চারে স্পেন ও পাঁচে নেদারল্যান্ডস। স্প্যানিশ খেলোয়াড়দের জন্য ২০২ কোটি ইউরো (প্রায় ২৮ হাজার ৬১৭ কোটি টাকা) এবং ডাচ খেলোয়াড়দের জন্য ১৬১ কোটি ইউরো (প্রায় ২২ হাজার ৮০৮ কোটি টাকা) খরচ করেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।