মেসির না খেলার কারণ জানালেন মার্তিনো

ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনোর সঙ্গে লিওনেল মেসিএএফপি

মেজর লিগ সকারে (এমএলএস) আজ অরল্যান্ডোর সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। হাঁটুতে চোট পাওয়ায় ম্যাচটি খেলতে পারেননি মায়ামির আর্জেন্টাইন তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে মেসির অনুপস্থিতি নিয়ে কথা বলেছেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।

মেসি অরল্যান্ডোর সিটির বিপক্ষে নাও খেলতে পারেন—সংবাদমাধ্যম ম্যাচের আগেই জানিয়েছিল। বেঞ্চেও তাঁকে রাখেননি মার্তিনো। গত রোববার মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে জর্জ ক্যাম্পবেলের কড়া ট্যাকলের শিকার হন মেসি। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন। পরে ফিরে এসেছিলেন। মায়ামির পক্ষ থেকে জানানো হয়েছিল, মেসির চোট তেমন গুরুতর কিছু না। অনুশীলনও বাদ দেননি। তবে মায়ামি তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয়।

সংবাদ সম্মেলনে মার্তিনো বলেছেন, ‘সে অস্বস্তিতে ছিল। চিকিৎসকদের বেঁধে দেওয়া সূচির ভিত্তিতে সে নিয়মিত অনুশীলন করেছে। আগের ম্যাচে হাঁটুতে ব্যথা পাওয়ায় একটু অস্বস্তিতে ছিল। কিছু পরীক্ষা করানো হয়েছে এবং সেগুলোর ফল ভালো এসেছে।’

মন্ট্রিয়লের বিপক্ষে গত রোববারের ম্যাচে কড়া ট্যাকলের শিকার হন মেসি
এএফপি

মেসিকে না খেলানো নিয়ে মার্তিনোর ভাষ্য, ‘এক সপ্তাহে তিনটি ম্যাচ। সে নিজেও স্বস্তিতে ছিল না। আমরা তাই ভেবেছি যে আজ তাকে না খেলানোই বুদ্ধিমানের কাজ হবে। শনিবার (ডিসি ইউনাইটেডের বিপক্ষে) তাকে খেলাতে চাই। তবে ব্যাপারটা তার উন্নতির ওপর নির্ভর করবে।’ বাংলাদেশ সময় রোববার ভোরে এমএলএসের ম্যাচে ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে মায়ামি।

আরও পড়ুন

মায়ামির ড্রয়ের নেপথ্যে মেসির অনুপস্থিতিও একটি কারণ বলে মনে করেন মার্তিনো, ‘লিওকে ছাড়া কিছু বিষয় অসম্ভব এবং সেটা সে মাঠে ২৫ মিটার জায়গার মধ্যে করে থাকে। ইন্টার সেই অভাববোধ করেছে, বার্সেলোনাও ১০ বছর আগে বুঝেছে। আজ আমাদের এই অভাবটা ছিল।’