খেলেন লেভারকুসেনে, কোচিং করান জার্মান ফুটবলের পঞ্চম স্তরের ক্লাবকে

বায়ার লেভারকুসেনের সুইস মিডফিল্ডার গ্রানিত জাকাএএফপি

এফসি বাসেল, বরুসিয়া ম’গ্লাডবাখ ও আর্সেনাল হয়ে এখন তিনি বায়ার লেভারকুসেনের খেলোয়াড়। বাসেলের হয়ে দুটি সুইস সুপার লিগ ও একটি সুইস কাপ শিরোপা জিতলেও ম’গ্লাবাখের হয়ে কিছুই জিততে পারেননি। এরপর আর্সেনালে সাত মৌসুম খেলে জিতেছেন দুটি করে এফএ কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা। প্রায় ভুলতে চলা লিগ শিরোপার স্বাদ গ্রানিত জাকা আবার পেলেন এ বছর। সেটা গত বছর নাম লেখানো বায়ার লেভারকুসেনের হয়ে।

কিন্তু ৩১ বছর বয়সী জাকা এখন আর শুধু খেলোয়াড় নন, একজন কোচও। জার্মান বুন্দেসলিগার শিরোপা জেতা সুইজারল্যান্ডের এই তারকা মিডফিল্ডার শিগগিরই হয়তো পেয়ে যাবেন উয়েফা এ কোচিং লাইসেন্স। লেভারকুসেনে খেলার পাশাপাশি তিনি কোচিং করান জার্মানিরই পঞ্চম স্তরের ফুটবলে খেলা দল এসসি ইউনিয়ন নেট্টেটালকে।

আরও পড়ুন

শুধু বুন্দেসলিগা জয়ই নয়, লেভারকুসেনের হয়ে জাকা জার্মান কাপ আর ইউরোপা লিগ জয়েরও পথে আছেন। জার্মান কাপের ফাইনালে উঠেছে তাঁর দল, ২৫ মে তাদের প্রতিপক্ষ এফসি কাইজারস্লটার্ন। ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে আজ লেভারকুসেনের প্রতিপক্ষ এএস রোমা।

লেভারকুসেনের কোচ জাবি আলোনসোর জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় জাকা আবার নেট্টেটালের জন্য গুরুত্বপূর্ণ। জার্মানির পঞ্চম স্তরের ফুটবল ওবেরলিগার পয়েন্ট তালিকায় দশম স্থানে আছে কোচ জাকার দল নেট্টেটাল।

আরও পড়ুন
নেট্টেটালের ট্রেনিং সেশনে গ্রানিত জাকা
এক্স

জাকার এই দলের খুব একটা চাহিদাও এই মুহূর্তে নেই। এ কারণেই একই সঙ্গে তিনি লেভারকুসেনের চাপ সামলে নেট্টেটালকেও কোচিং করাতে পারছেন। উয়েফা এ কোচিং লাইসেন্স পেয়ে জাকা ভবিষ্যতে শীর্ষস্তরের কোনো দলের কোচ হতে চান। এ ক্ষেত্রে তিনি যাঁর অধীনে খেলছেন, সেই আলোনসোও শিক্ষক হিসেবে অসাধারণ একজন। গত মৌসুমে দায়িত্ব নিয়ে লেভারকুসেনকে এ মৌসুমেই জিতিয়েছেন বুন্দেসলিগার শিরোপা।

সব মিলিয়ে ভবিষ্যতের দীক্ষাটা খেলতে খেলতেই ভালোভাবে পেয়ে যাচ্ছেন জাকা। অন্যদিকে জাকার নেতৃত্বগুণ নিয়ে উচ্ছ্বসিত আলোনসোও। এর আগে আর্সেনালে তাঁর সাবেক কোচ মিকেল আরতেতাও তাঁকে অনেকবারই প্রশংসায় ভাসিয়েছেন।

আরও পড়ুন