ক্লাব ধরে রাখতে চায়, তিনি চলে গিয়ে ক্লাবকে সাহায্য করতে চান

প্রতিপক্ষ খেলোয়াড়কে পেছনে ফেলে ছুটছেন ব্রাইটন তারকা ময়চেস কাইসেদোছবি: রয়টার্স

ক্লাব ছাড়া নিয়ে মুখোমুখি অবস্থানে ব্রাইটন ও ময়চেস কাইসেদো। ইকুয়েডরের এই ফুটবলার ব্রাইটন ছাড়ার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন। প্রকাশ্যে দল ছাড়তে চাওয়া কাইসেদো লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে কাল অনুশীলন করেননি।

আজ ব্রাইটন–লিভারপুল ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ব্রাইটন কোচ রবার্তো দি জার্ভি অবশ্য ২১ বছর বয়সী এই মিডফিল্ডারকে ছাড়তে নারাজ। চলতি মৌসুমের শেষ পর্যন্ত কাইসেদোকে ধরে রাখতে চান।

আরও পড়ুন

কয়েক দিন আগেই ব্রাইটনের বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্র ত্রোসারকে দলে টেনেছিল আর্সেনাল। লিগে শীর্ষে থাকা এই দলটার চোখ এখন মিডফিল্ডার কাইসেদোর দিকে। দলবদলের বাজারের বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্যমতে, এই মিডফিল্ডারকে পেতে এরই মধ্যে ৬ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছে আর্সেনাল। আরেক ইংলিশ জায়ান্ট চেলসিও এই ফুটবলারকে দলে পেতে চায়। তাঁরা কাইসেদোকে পেতে ব্রাইটনকে সাড়ে ৫ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছে।

ইংলিশ জায়ান্টদের কাছ থেকে এমন প্রস্তাব পাওয়ার পরই দল ছাড়তে চেয়ে টুইট করেন কাইসেদো, ‘ক্লাবকে রেকর্ড ট্রান্সফার ফি এনে দিতে পেরে আমি গর্বিত। ব্রাইটন এই ফি দিয়ে নতুন করে বিনিয়োগ করতে পারবে। ট্রান্সফার ফি ক্লাবকে সফল হতে সাহায্য করবে। ক্লাবের সমর্থকেরা আমাকে আপন করে নিয়েছে, আমিও ঠিক তেমনই তাদেরকে আপন করে নিয়েছিলাম। আশা করছি তারা বুঝবে কেন আমি এত বড় সুযোগটা নিতে চাচ্ছি।’

সতীর্থদের সঙ্গে কাইসেদোর উদ্‌যাপন
ছবি: রয়টার্স

ব্রাইটনের সঙ্গে কাইসেদোর চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। ব্রাইটন কোচ রবার্তো তাঁকে অন্তত চলতি মৌসুম পর্যন্ত ধরে রাখতে চান। এ নিয়ে কাইসেদোর সঙ্গে কথাও বলেছেন তিনি, ‘গত বুধবার আমি ওর সঙ্গে কথা বলেছি। আমার মতামত জানিয়েছি। কাইসেদোর মনোযোগ শুধু ব্রাইটনের দিকেই আছে। আশা করছি ও অন্তত মৌসুমের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। কারণ, আমার কাছে মনে হয় এটাই ওর জন্য ভালো। মৌসুমের মধ্যে এভাবে দল পরিবর্তন করাটা কঠিন। আমাদের জন্যও ওর থাকাটা গুরুত্বপূর্ণ। আমি ওর সঙ্গে কোচ হিসেবে নয়, বাবার মতো কথা বলেছি। আমার কাজ শুধু ও কীভাবে খেলবে সেটা ঠিক করে দেওয়া নয়, ক্যারিয়ার ও জীবন নিয়েও ভালো পরামর্শ দেওয়াটাও আমার কাজ।’

চলতি মৌসুমে ব্রাইটনের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচ খেলেছেন কাইসেদো।

আরও পড়ুন