৫ কোটি ২৫ লাখ ইউরোতে ইউনাইটেডে ওনানা

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন গোলরক্ষক আন্দ্রে ওনানাছবি: টুইটার

ইন্টার মিলানের গোলরক্ষক আন্দ্রে ওনানার ম্যানচেস্টার ইউনাইটেডে আসার গুঞ্জনটা দলবদলের শুরু থেকেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। আনুষ্ঠানিকভাবে পাঁচ বছরের জন্য ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্যামেরুনের এই তারকা গোলরক্ষক। পরবর্তীকালে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

ওনানাকে কিনতে ইউনাইটেডের খরচ হয়েছে ৫ কোটি ২৫ লাখ ইউরো, যা তাঁকে সর্বকালের দামি ৫ গোলরক্ষকের তালিকায় ৪ নম্বরে স্থান করে দিয়েছে। তাঁর ওপরে থাকা বাকি তিন গোলরক্ষক হলেন কেপা আরিজাবালাগা, আলিসন ও গিয়ানলুইগি বুফন। ধারণা করা হচ্ছে, ২৭ বছর বয়সী এই গোলরক্ষক শিগগিরই যুক্তরাষ্ট্রে প্রাক–মৌসুম ট্যুরে থাকা দলের সঙ্গে যোগ দেবেন।

আরও পড়ুন

গত মৌসুমে সিরি ‘আ’তে ২৪ ম্যাচে গোলবার সামলে ৮টিতেই ক্লিনশিট (কোনো গোল খাননি) রেখেছেন ওনানা। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ ১৩ ম্যাচে ক্লিনশিট রেখেছেন ওনানা। আর সব মিলিয়ে ২৪৪ ম্যাচে ওনানা ক্লিনশিট রেখেছেন ১০৪ ম্যাচে। এই পারফরম্যান্সই মূলত তাঁকে ইউনাইটেডে আসার পথে এগিয়ে দিয়েছে।

আনুষ্ঠানিকভাবে ইউনাইটেডে নাম লেখানোর প্রতিক্রিয়ায় ওনানা বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়াটা অবিশ্বাস্য এক সম্মানের ব্যাপার। মুহূর্তটির জন্য আমি সারা জীবন কষ্ট করেছি। দীর্ঘ পথচলায় আমি অনেক বাধা অতিক্রম করে এই পর্যায়ে এসেছি।’

ইউনাইটেডের গোলবার সামলানোর দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত ওনানা, ‘ওল্ড ট্রাফোর্ডে নিজেদের গোলবার সামলানো এবং দলের জন্য অবদান রাখার বিষয়টি অনবদ্য এক অভিজ্ঞতা হবে। দলের সঙ্গে এটা আমার নতুন এক যাত্রা শুরু হবে। আমি এখন নতুন এক লক্ষ্যের জন্য লড়াই করব। ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে অবিশ্বাস্য সব গোলরক্ষক এসেছেন। সামনের দিনগুলোয় নিজের উত্তরাধিকার তৈরি করতে আমি আমার সবকিছু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাব।’

আরও পড়ুন

এর আগে ১২ বছর ধরে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির গোলবার সামলেছেন দাভিদ দে হেয়া। এক যুগের পথচলায় অনেক উত্থান–পতনের সাক্ষী হলেও তাঁর ওপরই শেষ পর্যন্ত আস্থা রেখেছিল ইউনাইটেড। কিন্তু এবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি নিয়ে দুই পক্ষ আর বনিবনায় আসতে পারেনি। শেষ পর্যন্ত ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ক্লাব ছাড়ার ঘোষণা দেন দি হেয়া

স্প্যানিশ এই গোলরক্ষকের ইউনাইটেড ছাড়ার গুঞ্জনের মধ্যেই অবশ্য ক্লাবটির পরবর্তী গোলরক্ষক হিসেবে ওনানাসহ বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছিল। যে তালিকায় ছিলেন অ্যাস্টন ভিলার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ান মার্তিনেজও। কিন্তু শেষ পর্যন্ত ওনানাকেই পছন্দের হিসেবে গোলরক্ষক হিসেবে বেছে নিয়েছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

আরও পড়ুন

আয়াক্সে থাকতে টেন হাগের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছ ওনানার। আবার এই ডাচ কোচের অধীন কাজ করতে উন্মুখ হয়ে তিনি বলেন, ‘আমি টেন হাগের সঙ্গে আবার কাজ শুরু করতে উন্মুখ হয়ে আছি। এখানে সাফল্যের জন্য নিজের অবদানটা রাখার অপেক্ষায় আছি। আমি জানি, দারুণ ক্লাবটিতে সে (টেন হাগ) সাফল্য নিয়ে আসবে।’

আরও পড়ুন

ওনানাকে কেনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মুরতাগ বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন গোলরক্ষক হিসেবে ওনানা আমাদের সবচেয়ে পছন্দের ছিল। দক্ষতা ও ব্যক্তিত্বের দিক থেকে সে আমার যোগ্যতম। ক্যারিয়ারে দারুণ সব সাফল্য পেয়েছে সে। ২৭ বছর বয়সেই সে বিশ্বসেরা গোলরক্ষক। আমরা বিশ্বাস করি, সামনের দিনগুলোয় সে আরও উন্নতি করতে পারবে।’

বিশ্বের শীর্ষ ৫ দামি গোলরক্ষক