২-৫ থেকে ৫-২: এনদ্রিক নৈপুণ্যে রিয়াল যেভাবে ঘুরে দাঁড়াল

২-৫ থেকে ৫-২—রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল থেকে গত রাতে কোপা দেল রের ম্যাচ পর্যন্ত রিয়াল মাদ্রিদের যাত্রাটা এমনই। সুপার কাপের ফাইনালে যে ব্যবধানে বার্সেলোনার কাছে রিয়াল উড়ে গিয়েছিল, সেই একই ব্যবধানে কোপা দেল রের শেষ ষোলোয় সেলতা ভিগোকে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

খেলার ফল অবশ্য দেখতে একই রকম হলেও দুই ম্যাচের মধ্যে বেশ পার্থক্যও আছে। বার্সা যেভাবে আধিপত্য বিস্তার করে জিতেছিল, রিয়াল তা পারেনি। উত্থান-পতনের রুদ্বশ্বাস ম্যাচে ৫-২ ব্যবধানে জেতার জন্য তাদের খেলতে হয়েছে ১২০ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন

বার্সার বিপক্ষে হেরে সুপার কাপের শিরোপা হাতছাড়া করার পর গতকালের ম্যাচটি রিয়ালের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর ৪৮ মিনিটে ব্যবধানে দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। দুই গোলে এগিয়ে যাওয়ার পর রিয়ালের সহজ জয়ই অনুমেয় ছিল।

ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত সবকিছু রিয়ালের পক্ষেই ছিল। কিন্তু পাশার দান উল্টে যেতে শুরু করে পরের মিনিট থেকে। জোনাথন বামবার গোলে ব্যবধান ২-১ করে সেলতা। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে বার্নাব্যুকে স্তব্ধ করে দেন মার্কোস আলোনসো। ২-২ গোলে সমতা ফেরার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের এই ৩০ মিনিট অবশ্য দখলে ছিল রিয়ালেরই। ১০৮ মিনিটে এনদ্রিকের দুর্দান্ত এক গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

অতিরিক্ত সময়ে রিয়ালের দুই জয়ের নায়ক
রয়টার্স

৩ মিনিট পর বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য শটে ব্যবধানে ৪-২ করে সেলতার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন ফেদে ভালভের্দে। আর শেষ বাঁশি বাজার আগে দুর্দান্ত ব্যাকহিল ফিনিশিংয়ে ব্যবধান ৫-২ করেন এনদ্রিক। এর ফলে রিয়ালের ৫ম খেলোয়াড় হিসেবে অতিরিক্ত সময়ে জোড়া গোল করার কীর্তি গড়লেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।

গতকাল রিয়ালের ৫ম খেলোয়াড় হিসেবে অতিরিক্ত সময়ে জোড়া গোল করার কীর্তি গড়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনদ্রিক।

এর আগে এই কীর্তি ছিল সান্তিয়াগো বার্নাব্যু (১৯১৬), সোতেরো আরনগুরান (১৯১৬), সান্তিলানা (১৯৮৬) ও ক্রিস্টিয়ানো রোনালদোর (২০১৬ ও ২০১৭)। আর দলগতভাবে এ নিয়ে চতুর্থবারের মতো অতিরিক্ত সময়ে তিন গোল করার কীর্তি গড়ল রিয়াল। এর আগে সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এমন কিছু উপহার দিয়েছিল বার্নাব্যুর ক্লাবটি।

ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘ম্যাচ যখন প্রায় শেষ, তখন আমরা দুই গোল হজম করেছি এবং ম্যাচ উন্মুক্ত হয়ে গেল। ৭০ মিনিট পর্যন্ত আমরা ভালোই খেলেছিলাম। আমরা তৃতীয় গোল করেছিলাম, যদিও সেটা অফসাইড ছিল। তবে অতিরিক্ত সময়ে দল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, সেটা দারুণ ছিল। শেষ পর্যন্ত অবশ্য সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে।’

আরও পড়ুন

এ সময় জোড়া গোল করা এনদ্রিকেরও প্রশংসা করেন রিয়াল কোচ, ‘এনদ্রিক তার মান দেখিয়েছে। সে এমন স্ট্রাইকার যে বক্সের কাছাকাছি বল পেলে নিজের অসাধারণ টেকনিক মেলে ধরতে পারে।’

২০ জানুয়ারি কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। শেষ আটে যাওয়া অন্য দলগুলো হলো বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, লেগানেস ও হেতাফে।