রেকর্ড গড়া জয়ে শিরোপার ত্রিমুখী লড়াই জমিয়ে রাখল আর্সেনাল

আরও একটি গোল, আর্সেনালের খেলোয়াড়দের উচ্ছ্বাসএএফপি

‘আজ (গতকাল) আমরা যখনই বল পেয়েছি, খুব ভালো মুডে ছিলাম।’

শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে গতকাল প্রিমিয়ার লিগে আর্সেনালের ম্যাচটির স্কোরলাইনের দিকে তাকালেই বোঝা যাবে, মিকেল আরতেতা ঠিকই বলেছেন। ৫, ১৩, ১৫, ২৫, ৩৯, ৫৮-শেফিল্ডের জাল ছয়বার বল গেছে। সহজ কিছু সুযোগ মিস না হলে যেটা আরও বেশি হতে পারত। তবে ৬-০ গোলের জিতেও প্রিমিয়ার লিগের রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নিয়েছে আর্সেনাল।

দলের খেলায় মহাখুশি আর্সেনালের কোচ আরতেতা ম্যাচ শেষে দারুণ আনন্দ নিয়ে বললেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি। শুরুর দিকেই গোল করেছি-দারুণ পারফরম্যান্স।’

আরও পড়ুন
শেফিল্ড ইউনাইটেডকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল
এএফপি

মার্টিন ওডেগার্ড ৫ মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেওয়ার পর ১৩ মিনিটে স্কোরলাইন ২-০ হয়েছে বোগলের আত্মঘাতী গোলে। ২ মিনিট পর স্কোরশিটে নাম লেখান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এরপর কাই হাভার্টজের ২৫ ও ডেকলান রাইসের ৩৯ মিনিটের গোলে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে আর্সেনাল। দ্বিতীয়ার্ধেও শেফিল্ডের রক্ষণে একের পর এক আক্রমণ করে গেছে আর্সেনাল। কিন্তু ৫৮ মিনিটে বেন হোয়াইট ছাড়া আর কেউ গোল পাননি।

আর গোল না পেলেই বা কী! অনন্য একটি রেকর্ডে তো নাম লিখিয়েই নিয়েছে আর্সেনাল। ১১ ফেব্রুয়ারি ওয়েস্ট হামের মাঠে ৬-০ আর ১৭ ফেব্রুয়ারি বার্নলির মাঠে ৫-০ গোলের জয়ের পর কাল রাতে শেফিল্ডের মাঠ থেকেও ৬-০ গোলের জয় নিয়ে ফিরল ‘গানার’রা। যার মানে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে প্রতিপক্ষের মাঠে টানা ৩ ম্যাচে ৫ বা এর বেশি গোলের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে আর্সেনাল।

আরও পড়ুন

শুধু রেকর্ড গড়াই নয়, এই জয়ে আর্সেনাল জমিয়ে রাখল প্রিমিয়ার লিগের ত্রিমুখী শিরোপা লড়াইটাও। ২৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ তিন দলের মধ্যে ব্যবধান মাত্র ১ পয়েন্ট করে। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৬২ আর আর্সেনাল তৃতীয় স্থানে আছে ৬১ পয়েন্ট নিয়ে।