আগুয়েরোকে ছাড়িয়ে কেইন

প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল এখন হ্যারি কেইনেরছবি: এএফপি


টানা দ্বিতীয় ম্যাচে ইভান পেরিসিচ ও হ্যারি কেইনে রক্ষা পেল টটেনহাম। লিগের দ্বিতীয় ম্যাচে চেলসির বিপক্ষে ম্যাচটা যখন টটেনহাম হেরে যাবে বলেই বলে মনে হচ্ছিল, তখন যোগ হওয়া সময়ে ইভান পেরিসিচের পাস থেকে গোল করে উত্তেজনাপূর্ণ ম্যাচে টটেনহামকে সমতায় ফেরান কেইন। লিগের তৃতীয় ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে এই জুটিই ম্যাচ জিতিয়ে দেন কন্তের দলকে। ৬৪ মিনিটে ইভান পেরিসিচের মাথা ছুঁয়ে আসা বলটাকে হেডে জালে পাঠান ইংল্যান্ড স্ট্রাইকার।

যে গোলে দলও যেমন জয় পেয়েছে, তেমনি কয়েকটি রেকর্ডের মালিক হয়ে গেছেন হ্যারি কেইন। এ গোলে কেইন ছাড়িয়ে গেছেন সের্হিও আগুয়েরোকে। ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আগুয়েরো করেছিলেন ১৮৪ গোল। এখন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ১৮৫ গোলের মালিক কেইন। ইপিএলে  সবচেয়ে বেশি ২৬০ গোলের মালিক অ্যালান শিয়ারার। তাঁর চেয়ে কেইন এখনও পিছিয়ে ৭৫ গোলে। উলভসের বিপক্ষে এ গোল সব প্রতিযোগিতা মিলিয়ে টটেনহামের হয়ে কেইনের ২৫০তম।

দিনশেষে টটেনহাম তিন পয়েন্ট পেলেও, প্রথম হাফে অনেকটাই এগিয়ে ছিল উলভস। তাঁদের একের পর এক আক্রমনে দিশেহারা ছিলেন টটেনহাম গোলকিপার লরিস। ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই টটেনহামের গোলপোস্টে ১২ শট নেয় উলভস। তবে ফিনিশিংয়ের অভাবে অবশ্য গোলের দেখা পায়নি তাঁরা।

যে কারণে নিজেদের সমর্থকদের কাছে দুয়ো ধ্বনিও শুনতে কন্তের দলকে। তবে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় তাঁরা । দ্বিতীয়ার্ধে কয়েকবারই গোলের সম্ভবনা তৈরী হলেও গোলের দেখা মেলে ৬৪ মিনিটে।

সাউদাম্পটনকে ৪-১ গোলে হারিয়ে এবারের লিগ শুরু হয়েছিল টটেনহামের। দ্বিতীয় ম্যাচে চেলসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার পর তৃতীয় ম্যাচে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তাঁরা। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে শেষ ৮ ম্যাচের ৭ টিতেই জিতেছে কেইনরা । অন্যদিকে টানা ১০ ম্যাচে জয়হীন উলভস।

আরও পড়ুন