চ্যাম্পিয়নস লিগে ফার্গুসনের রেকর্ডে ভাগ আনচেলত্তির

রিয়াল কোচ কার্লো আনচেলত্তিছবি: এএফপি

সান্তিয়াগো বার্নাব্যুতে কাল রাতে যখন ডাগআউটে দাঁড়ালেন, তখন কি সেই দিনটির কথা মনে পড়েছিল কার্লো আনচেলত্তির? ১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর—চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে সেদিন কোচ হিসেবে অভিষেক ঘটে আনচেলত্তির।

পার্মার কোচ হিসেবে স্পোর্টিং প্রাগের বিপক্ষে সেই যে যাত্রা শুরু করলেন, ইতালিয়ান কোচ নিজেই সময়ের পরিক্রমায় আস্ত একটা অধ্যায়! চ্যাম্পিয়নস লিগের সঙ্গে কোচ আনচেলত্তির পরিচয় অবশ্য আরও আগেই হয়েছিল। ১৯৯৭ সালের আগস্টেই চ্যাম্পিয়নস লিগ বাছাইপর্বের ডাগআউটে দাঁড়িয়েছিলেন কোচ আনচেলত্তি।

আরও পড়ুন

সেই আনচেলত্তিই কাল ম্যানচেস্টার সিটির বিপক্ষে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি অ্যালেক্স ফার্গুসনের দারুণ এক রেকর্ড। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এত দিন কোচ হিসেবে সর্বোচ্চসংখ্যক ম্যাচের রেকর্ডটি ফার্গুসনের একার দখলেই ছিল। ১৯০ ম্যাচে ডাগআউটে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এ কোচ। সিটির বিপক্ষে সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচে রেকর্ডটিতে ভাগ বসালেন আনচেলত্তি। তাঁর নামের পাশেও এখন ১৯০ ম্যাচ। ফুটবলের পরিসংখ্যানবিষয়ক টুইটার অ্যাকাউন্ট ‘অপটা হোসে’ জানিয়েছে এ তথ্য।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে খ্যাতি পাওয়া এই টুর্নামেন্টে রেকর্ড চারটি ট্রফি জিতেছেন। একমাত্র কোচ হিসেবে দাঁড়িয়েছেন পাঁচটি ফাইনালের ডাগআউটে। ইউনাইটেডকে দুবার চ্যাম্পিয়নস লিগ জেতানো ফার্গুসন তাঁর কোচিং ক্যারিয়ারের সিংহভাগ সময় কাটিয়েছেন ইউনাইটেডে। ২০১৩ সালে ক্লাবটির দায়িত্ব ছেড়ে কোচিং থেকে অবসরে যাওয়ার আগে ২৭ বছর ছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে। ফুটবল ইতিহাসে কোচদের মধ্যে ফার্গুসনের চেয়ে বেশি ট্রফি আর কেউ জিততে পারেননি—এমন স্বীকৃতিও দেওয়া হয়েছে এই স্কটিশ কিংবদন্তিকে।

আরও পড়ুন
আরও পড়ুন

৮টি ক্লাবের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে ফার্গুসনের রেকর্ড ছুঁলেন আনচেলত্তি। চ্যাম্পিয়নস লিগে পার্মার হয়ে ৬ ম্যাচ, জুভেন্টাসের হয়ে ১০ ম্যাচ, এসি মিলানের হয়ে ৭৩ ম্যাচ, চেলসির হয়ে ১৮ ম্যাচ, পিএসজির হয়ে ১০ ম্যাচ, বায়ার্ন মিউনিখ ও নাপোলির হয়ে ১২ ম্যাচ ও রিয়াল মাদ্রিদের হয়ে ৪৯ ম্যাচে কোচিং করিয়েছেন আনচেলত্তি। মিলান ও রিয়ালের হয়ে দুবার করে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ।

১৯৯২-৯৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ সংস্করণ শুরুর পর থেকে এ টুর্নামেন্টে সবচেয়ে বেশি জয়ে রেকর্ডও তাঁর। সর্বোচ্চ ১০৭ ম্যাচ জিতেছেন আনচেলত্তি। এ মৌসুমেই ফার্গুসনের ১০২ জয়ের রেকর্ডটি পেছনে ফেলেন আনচেলত্তি।