রিয়ালের কারণে লা লিগা দূষিত, বললেন জাভি

রিয়ালের বিপক্ষে জাভির অভিযোগএএফপি

রিয়াল মাদ্রিদ-আলমেরিয়ার ‘বিতর্কিত’ ম্যাচের পর রেফারিং নিয়ে কথা বলেছিলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। এবার আবার একই ঘটনায় মুখ খুলেছেন জাভি। এবার সরাসরি রিয়ালের বিরুদ্ধে রেফারিকে প্রভাবিত করার অভিযোগ এনেছেন চলতি মৌসুম শেষে বার্সা ছাড়তে যাওয়া এই স্প্যানিশ কোচ।

সংবাদ সম্মেলনে জাভি এই প্রসঙ্গে বলেছেন, ‘তারা প্রতি সপ্তাহে রেফারিদের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করে, যেটা আমি পছন্দ করি না। আমার মনে হয়, এটি এই প্রতিযোগিতাকেই কিছুটা দূষিত করছে।’

আরও পড়ুন

রেফারিকে প্রভাবিত করার অভিযোগ অবশ্য বার্সার বিরুদ্ধেও আছে। এর আগে গত বছর জানা যায়, জোসেফ মারিয়া বার্তেমেউ সভাপতি থাকাকালে পরামর্শের জন্য তৎকালীন লা লিগার রেফারিদের টেকনিক্যাল কমিটির সহসভাপতি জোসে নেগ্রেরিয়াকে ৭ দশমিক ৫ মিলিয়ন ইউরোর বেশি প্রদান করেছে বার্সা। ২০১৬-১৮ সাল পর্যন্ত তিন বছর ধরে এ অর্থ প্রদান করা হয়।

চলতি মৌসুম শেষে বার্সা ছাড়বেন এই স্প্যানিশ কোচ
এএফপি

বার্সা তাৎক্ষণিকভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে বিবৃতি দেয়। অর্থ দেওয়ার কথা স্বীকার করে নিলেও সেটি দ্বারা ম্যাচের ফল প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না বলে জানায় বার্সা। জাভির সংবাদ সম্মেলনে আজ এই প্রসঙ্গও উঠে এসেছিল, ‘নেগ্রেরিয়ার বিষয়টি আমাদের অনেক ক্ষতি করেছে, এটাই বাস্তবতা, কিন্তু এভাবেই আমাদের লড়াই করতে হবে।’

আরও পড়ুন

এর আগে আলমেরিয়া ম্যাচ নিয়ে বার্সা সভাপতি হোয়ান লাপোর্তাও এই প্রসঙ্গেও কথা বলেছিলেন। আলমেরিয়া ম্যাচের পর একটি রেডিওতে তিনি বলেছিলেন, ‘আলমেরিয়ার বিপক্ষে আমরা একটি লজ্জাজনক ম্যাচ দেখলাম। আর তারা বলবে রেফারি বার্সাকে সাহায্য করছে, আমরা রাগান্বিত, আমরা এটা মেনে নেব না।’

আলমেরিয়া-রিয়াল ম্যাচটি ঘিরে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকার তলানিতে থাকা আলমেরিয়ার বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে থাকার পর ৩-২ গোলে জয় পায়। সেই ম্যাচ এক এক ঘটে তিনটি বিতর্কিত ঘটনা। তিনটি ঘটনাই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর)। আর তিনটি সিদ্ধান্তই রিয়ালের পক্ষে গেছে।

এ নিয়ে ম্যাচ শেষে আলমেরিয়া মিডফিল্ডার গনজালো মেরেলো বলেছিলেন, ‘মনে হচ্ছে, আমরা আজ ছিনতাইয়ের শিকার হয়েছি। এটা একদমই পরিষ্কার। ম্যাচে ফেরার জন্য ওদের এ ছাড়া কিছু করার ছিল না। এবারের মৌসুমে আমাদের সঙ্গে এ রকমটা কয়েকবার হয়েছে। অভিযোগ না করলে তারা কান দেয় না। আমরা কখনোই কিছু বলিনি। কিন্তু আজ সব সীমা ছাড়িয়ে গেছে। যা ঘটেছে, অবিশ্বাস্য।’

আরও পড়ুন