বার্সেলোনার আবহ দেখে জাভির মনে হচ্ছে, এ যেন তাঁর বাবা–মায়ের শেষকৃত্য

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজটুইটার

৩ দিনের ব্যবধানে দুটি হার। প্রথমে ১০ ডিসেম্বর ঘরের মাঠে জিরোনার কাছে ৪–২ গোলে উড়ে গেছে বার্সেলোনা। এরপর ১৩ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অ্যান্টওয়ার্পের কাছে ৩–২ গোলের হার।

এমন নয় যে অ্যান্টওয়ার্পের কাছে হারটিতে তেমন কোনো ক্ষতিবৃদ্ধি হয়েছে বার্সেলোনার। গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্বে উঠেছে তারা। তারপরও জিরোনার কাছে উড়ে যাওয়ার পর এমন দুর্বল একটি দলের কাছে হার নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এমনও প্রশ্ন উঠেছে, কোচ জাভি হার্নান্দেজের বার্সা ছাড়ার সময় এসেছে কি না!

আরও পড়ুন
বার্সেলোনার খেলোয়াড়দের গোল মিসে হতাশ, ক্ষুব্ধ জাভি
রয়টার্স

জাভি মনে করেন না যে এখনই তাঁর বার্সেলোনা ছাড়ার সময় এসেছে। তবে পরপর দুটি হারের অস্বস্তি ঠিকই ঘিরে ধরেছে বার্সেলোনা ও স্পেনের সাবেক প্লেমেকারকে। ক্যাম্প ন্যুয়ের এই সময়ের আবহটা বোঝাতে গিয়ে তিনি তুলনা করেছেন নিজের বাবা–মায়ের শেষকৃত্যের সঙ্গে।

বাংলাদেশ সময় আজ রাত ২টায় লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। সেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের এখন সংঘবদ্ধ আর শান্ত হতে হবে। আত্মবিশ্বাস ফিরে পেতে হবে। আমি আগের দিন ডেকোর সঙ্গে কথা বলেছি। সবকিছু ঠিক আছে।’

জাভি এরপর যোগ করেন, ‘পরিবেশের দিক বিবেচনা করে এটা বিশ্বের সবচেয়ে জটিল ক্লাব। এমন মনে হচ্ছে যে এটা কোনো শেষকৃত্য। মনে হচ্ছে আমার বাবা বা মা মারা গেছেন।’

আরও পড়ুন

এই মুহূর্তে লিগে চতুর্থ স্থানে আছে বার্সেলোনা। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জিরোনা। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১৫ ম্যাচে ৩৪।

লিগে নিজেদের অবস্থান এমন হলেও আশা ছাড়ছেন না জাভি। বার্সেলোনা কোচ বলেছেন, ‘আমাদের এখনো লিগ আছে। এটা ঠিক যে আমাদের আরও উন্নতি করতে হবে। এ ছাড়া সুপার কাপ আর কোপা দেল রে আছে। এখন আমাদের সংগঠিত থাকতে হবে।’

আরও পড়ুন