মেসি ফুটবল ছাড়া আর কোন খেলা পছন্দ করেন

ফুটবলের বাইরে অন্য খেলায়ও নজর রাখেন লিওনেল মেসিএএফপি

লিওনেল মেসি যে দিন ইন্টার মায়ামির হয়ে প্রথমবার খেলতে নামেন, সে দিন গ্যালারিতেও ছিল তারার মেলা। মেসির অভিষেক দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাস্কেটবলের লেব্রন জেমস, টেনিসের সেরেনা উইলিয়ামস আর রাগবির টম ব্র্যাডিরা। নিজ নিজ খেলায় তাঁরা সবাই একেকজন কিংবদন্তি।

একজন বাস্কেটবল কিংবদন্তি যেমন ফুটবল কিংবদন্তির খেলা দেখতে গিয়েছিলেন, মেসিরও কি এভাবে অন্যদের খেলা দেখতে মাঠে যাওয়ার ইচ্ছা হয়? ফুটবলের বাইরে আর কোনো খেলা নিয়ে কি মেসির মধ্যে আগ্রহ কাজ করে? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বলেছেন কোন খেলাটা তিনি পছন্দ করেন, কোন খেলাটির প্রতি গত কিছুদিনের মধ্যে ভালো লাগা শুরু করেছে।

সৌদি সরকারের অ্যারাবিক কন্টেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম শাহিদে মেসির একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। এমবিপিসি বিগ টাইম পডকাস্টে সঞ্চালক মেসিকে তাঁর ফুটবলের বাইরে পছন্দের খেলা সম্পর্কে জিজ্ঞাসা করলে একাধিক খেলার নাম উঠে আসে তাঁর কথায়, ‘টেনিস, বাস্কেটবল ও প্যাডেল টেনিস আমার খুব ভালো লাগে।’

মেসি এখন যে দেশে আছেন, সেই যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তায় বাস্কেটবলের পরেই অবস্থান আমেরিকান ফুটবলের। যা মেসির খেলা ফুটবলের (আসল নাম অ্যাসোসিয়েশন ফুটবল) চেয়ে ভিন্ন। যুক্তরাষ্ট্রে থাকার সুবাদে মেসি এখন আমেরিকান ফুটবলও শিখছেন বলে জানিয়েছেন, ‘ইদানীং আমেরিকান ফুটবল সম্পর্কেও ধারণা নিচ্ছি। এখন এটায় একটু বেশি গুরুত্ব দিচ্ছি, বুঝতেও পারছি। এই খেলাটা দেখি, উপভোগও করি।’

আরও পড়ুন

ব্যক্তি মেসির পারিবারিক জীবন সম্পর্কে করা এক প্রশ্নে মেসি নিজেকে ‘রোমান্টিক নই’ বলে অভিহিত করেন। আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে দাম্পত্যজীবনের প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু সময় আমি আমার মতো করে থাকি। নিজেকে আমার রোমান্টিক মনে হয় না। আমি কিসে কাঁদি, সেটা নির্দিষ্ট করে বলা কঠিন। কিন্তু আমি খুবই আবেগপ্রবণ। নিজেকে আমি বড় হৃদয়ের মানুষ এবং খুব আবেগপ্রবণই মনে করি।’

মাঝেমধ্যে বাসায় রান্নাও করেন জানিয়ে মেসির ভাষ্য, ‘ভালো রান্না অবশ্য পারি না।’

আরও পড়ুন