মাত্র ৮ মিনিট খেলেই লা লিগা জিতলেন অবামেয়াং

বার্সেলোনার হয়ে মাত্র ৮ মিনিট খেলেছেন অবামেয়ায়ংছবি: টুইটার

পিয়ের-এমেরিক অবামেয়াং বার্সেলোনা ছেড়েছেন গত বছর সেপ্টেম্বরে। এর পর থেকেই গ্যাবনিজ এই স্ট্রাইকারের ঠিকানা চেলসি। তবে পরশু চার বছর পর লা লিগার শিরোপা নিশ্চিত হওয়ার পর থেকেই বেশ ফুরফুরে মেজাজে আছেন অবামেয়াং।

সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনায় তাঁর সাবেক সতীর্থদের উদ্‌যাপনের ছবিতে ‘লাইক’ দিচ্ছেন, কারও কারও সঙ্গে ফোনে কথা বলে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁর এত খুশি হওয়ার কারণ—এই শিরোপায় ভাগ আছে তাঁরও। লিগ চ্যাম্পিয়ন হিসেবে একটি মেডেলও পাবেন তিনি।  অথচ এই মৌসুমে বার্সেলোনার হয়ে অবামেয়াং খেলেছেন মাত্র একটা ম্যাচ, মাঠে ছিলেন মাত্র ৮ মিনিট।

আরও পড়ুন

অবামেয়াংয়ের বর্তমান দল চেলসি এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে আছে ১১ নম্বরে, ম্যাচ বাকি মাত্র তিনটি।

ওই ৩ ম্যাচ জিতলেও শিরোপা জেতা তো দূরের কথা, আগামী মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টেই খেলা হবে না চেলসির। যে মৌসুমে তাঁর দলের পারফরম্যান্স এত বাজে, সেই মৌসুমেই সাবেক দলের হয়ে লিগ শিরোপার মেডেল পাওয়া, তা–ও মাত্র ৮ মিনিট খেলে, এ তো বিশাল সৌভাগ্যই!

বার্সার উদ্‌যাপন
ছবি: এএফপি

প্রিমিয়ার লিগে অবশ্য কোনো খেলোয়াড়কে চ্যাম্পিয়ন ট্রফি বা পদক পেতে হলে শিরোপা জেতা দলের হয়ে পুরো মৌসুমে অন্তত পাঁচটা ম্যাচে খেলতে হয়। তবে লা লিগায় নিয়মটা এমন নয়। পুরো মৌসুমে লিগ জেতা দলের হয়ে একটা ম্যাচে মাঠে নামলেই পদকের জন্য যোগ্য হয়ে যান কোনো খেলোয়াড়।

আরও পড়ুন

অবামেয়াংও বার্সার হয়ে পুরো মৌসুমে একটাই ম্যাচ খেলেছেন, গত বছর আগস্টে রায়ো ভায়েকানোর বিপক্ষে যে ম্যাচে তিনি বদলি নেমেছিলেন ৮২ মিনিটে। তখন কি আর জানতেন, ওই ৮ মিনিটের খেলাই তাঁকে লিগ চ্যাম্পিয়নের ট্রফি আর পদক এনে দেবে!