সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত: হামজা-শমিতের সঙ্গে আরও যাঁরা থাকছেন

শমিত সোম ও হামজা চৌধুরীপ্রথম আলো গ্রাফিকস

কাল বেলা ৩টার পর বাফুফে অনুমোদিত টিকিট বিক্রির প্রতিষ্ঠান টিকিফাই ওয়েবসাইটে প্রবেশ করে অনেকেই অবাক হয়েছেন। বাফুফে গত পরশু রাত ১০টা থেকে আবার টিকিট বিক্রি শুরুর কথা বললেও ওই ওয়েবসাইট থেকে ফুটবলপ্রেমীরা ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও টিকিট কাটতে পারেননি। অথচ এই অচলাবস্থার মধ্যেই নাকি বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি হয়ে গেছে!

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই কথা জানিয়ে আলোচিত ‘অনলাইন টিকিট বিক্রি’র কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে বাফুফে। টিকিট নিয়ে এই আলোচনা–সমালোচনার মধ্যেই সিঙ্গাপুর ম্যাচের জন্য দল সাজাচ্ছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। সেই দলে পরীক্ষিতদের ওপরই আস্থা রাখতে চাচ্ছেন তিনি।

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। তার আগে ৪ জুন একই ভেন্যুতে ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন রাকিব–মোরছালিনরা। এই দুই ম্যাচ সামনে রেখে ২৭ জনের দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কাবরেরা। নাম প্রকাশ না করা শর্তে জাতীয় দলসংশ্লিষ্ট একজন কাল প্রথম আলোকে বলেছেন, ‘২৬ থেকে ২৭ জনের তালিকা হয়ে গেছে। ভুটান ম্যাচে আমরা একটা পরীক্ষা চালাব। এরপর ঠিক করা হবে কারা থাকছেন চূড়ান্ত দলে।’

আরও পড়ুন

নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর এক দিন আগেই ম্যানেজার্স মিটিংয়ে চূড়ান্ত স্কোয়াড ম্যাচ কমিশনারের কাছে জমা দিতে হয়। সে ক্ষেত্রে ভুটান ম্যাচের পরও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৩ জনের চূড়ান্ত দল ঠিক করতে তিন থেকে চার দিন সময় পাবেন কাবরেরা।৩০ মে থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।

প্রাথমিক দল ঘোষণা হতে পারে আজ-কালের মধ্যে। সব ঠিক থাকলে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন ২ বা ৩ জুন। ৪ জুন আসার কথা শমিত সোমের। ক্যাম্পের প্রথম দিন থেকেই থাকবেন ফাহামিদুল ইসলাম। ভুটান ম্যাচে হামজা ও শমিতের খেলার সম্ভাবনা ক্ষীণ।

শামিত সোম
ইনস্টাগ্রাম

চলতি মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের হয়ে টানা ম্যাচ খেলা হামজা আর কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিতকে ভুটান ম্যাচে বিশ্রাম দিতে পারেন কাবরেরা।

প্রাথমিক স্কোয়াডে খুব একটা চমক থাকার কথা নয়। গোলকিপার হিসেবে মিতুল মারমাই কাবরেরার আস্থার নাম। আবাহনীর জার্সিতে দারুণ এক মৌসুম কাটানো মিতুল ২২ ম্যাচের ১৬টিতে কোনো গোল হজম করেননি।

স্কোয়াডে জায়গা হতে পারে মোহামেডানের গোলকিপার সুজন হোসেন ও বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণেরও। মিডফিল্ডে হামজা চৌধুরীর সঙ্গে বড় চমক কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা শমিত সোম। আরও ডাক পাচ্ছেন মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, শেখ মোরছালিন ও জামাল ভূঁইয়া।

আরও পড়ুন

রক্ষণে কাবরেরার পছন্দ মোহামেডানের শাকিল আহাদ, ব্রাদার্সের রহমত মিয়া, পুলিশ এফসিতে খেলা ঈসা ফয়সাল ও কিংসের তারিক কাজী–তপু বর্মণ। সঙ্গে জায়গা হতে পারে আবাহনীর অভিজ্ঞ সেন্টারব্যাক ইয়াসিন খান ও শাকিল হোসেনের।

আক্রমণভাগ নিয়ে এবার খানিকটা চিন্তায় কাবরেরা। ভারত ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ ফরোয়ার্ডরা। এবার তাই নতুন কোনো চমক থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ফর্মে থাকা আবাহনীর মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে আক্রমণভাগে থাকতে পারেন ইতালির ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা ফাহমিদুল।