বাংলাদেশের জার্সিতে খেলা থেকে দুই ধাপ দূরে শমিত

শামিত সোমছবি: ইনস্টাগ্রাম

বাংলাদেশের জার্সিতে খেলা থেকে আর মাত্র দুই ধাপ দূরে আছেন শমিত সোম। গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পেয়েছিলেন তিনি। আজ পেলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। সে ক্ষেত্রে লাল-সবুজের জার্সিতে মাঠে নামার জন্য আর দুটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ করলেই হবে।

সেই দুটির একটি হলো বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়া, আরেকটি ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। দু–এক দিনের মধ্যে কানাডায় বাংলাদেশি হাইকমিশনে যাবেন শমিত। সেখানে পাসপোর্টের জন্য আবেদন করবেন তিনি। এরপর জরুরি ভিত্তিতে এক দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেতে পারেন। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেছে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচটিতেই হামজা চৌধুরীর পাশাপাশি শমিতকেও দেখা যেতে পারে। যদিও সিঙ্গাপুরের বিপক্ষে তাঁর খেলা না–খেলার বিষয়টি অনেকটাই নির্ভর করছে ফিফার ওপর। যত দ্রুত ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দিয়ে দেবে, তত দ্রুত বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াতে পারবেন শমিত।

বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেছেন শমিত সোম
সংগৃহীত ছবি

২৭ বছর বয়সী শমিতের জন্ম কানাডায়। মা-বাবা দুজনই বাংলাদেশি। বাবার বাড়ি মৌলভীবাজার, মায়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ফলে তাঁর বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যেমন সমস্যা হয়নি হামজা চৌধুরীর ক্ষেত্রেও।

আরও পড়ুন

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে কয়েক গুণ।

মার্চে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী
প্রথম আলো

যদিও প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভূঁইয়া। ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে নাম লেখান ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজী।

বর্তমানে আলোচনায় মিডফিল্ডার শমিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেছেন তিনি। ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাতটি এবং ২০১৮ সালে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন চারটি ম্যাচ। ২০২০ সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেছেন দুটি ম্যাচ।

আরও পড়ুন