বিচ্ছেদ নিয়ে গাওয়া শাকিরার গান নিয়ে উল্টো ট্রল পিকের

শাকিরার গানের প্রতিটি কথা যেন পিকেকে উদ্দেশ করে গাওয়াছবি : সংগৃহীত

জেরার্ড পিকে আক্ষরিক অর্থেই স্বীকার করলেন তিনি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি ছেড়ে তুলনামূলক কম দামের ক্যাসিও ঘড়ি বেছে নিয়েছেন।

গত জুনে পপশিল্পী শাকিরার সঙ্গে ১১ বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে স্প্যানিশ ফুটবল তারকা পিকের। পিকে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন দেখেই তাঁর সঙ্গে আর ঘর করতে চাননি কলম্বিয়ান সংগীত তারকা। দুজন আলোচনা করেই সম্পর্কের ইতি টেনেছেন। কিন্তু বোঝা গেল তিক্ততা ফুরিয়ে যায়নি।

শাকিরা সম্প্রতি একটি গান গেয়েছেন, যেখানে আছে পিকের প্রতি তাঁর ক্ষোভ ও ঘৃণা। গানটির ভিডিও ইউটিউবে আপলোড করার পর থেকেই ঝাঁপিয়ে পড়েছে দর্শক। ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে গানটি রেকর্ড গড়েছে। এরই মধ্যে গানটি দেখা হয়েছে ৬ কোটি ৩০ লাখ বার। ইউটিউবে আপ করা লাতিন গানগুলোর মধ্যে এটি ‘ভিউ’তে রেকর্ড গড়েছে।

আর্জেন্টাইন ডিজেশিল্পী বিজ্জারাপের সঙ্গে নতুন ঢঙে গানটি গেয়েছেন শাকিরা।
ছবি : টুইটার

আর্জেন্টিনার ডিজেশিল্পী বিজ্জারাপকে সঙ্গে নিয়ে নতুন ঢঙে গানটি গেয়েছেন শাকিরা। গানের প্রতিটি কথা যেন পিকেকে উদ্দেশ করে বলা। যেখানে পিকেকে সমালোচনার তিরে বিঁধেছেন। সুরে সুরে শাকিরা গেয়েছেন, ‘একটি টুইঙ্গোর জন্য তুমি ফেরারি লেনদেন করেছ, একটি ক্যাসিওর জন্য রোলেক্স লেনদেন করেছ।’ বোঝাই যাচ্ছে, গানের কলির এই ‘রোলেক্স’ শাকিরা নিজে আর ‘ক্যাসিও’ হচ্ছে পিকের নতুন প্রেমিকা।

আরও পড়ুন

পিকে অবশ্য এর পাল্টা জবাব দিয়েছেন। তবে শাকিরার প্রতি ক্ষোভ প্রকাশ করে নয়, কিছুটা রসিকতার সঙ্গেই। তিনি একটি সেভেন–আ–সাইড ফুটবল লিগ চালু করতে যাচ্ছেন, যেটির স্পনসর হয়েছে জাপানি ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাসিও। শুক্রবার তিনি এই লিগের একটি ভিডিও স্ট্রিমিংয়ে এসে নিজের হাতে ক্যাসিওর একটি ঘড়ি দেখিয়ে বলেন, ‘এই ক্যাসিও ঘড়ি বাকি জীবন ব্যবহার করা যাবে।’

ভিডিও স্ট্রিমিংয়ে পিকের সঙ্গে ছিলেন সের্হিও আগুয়েরোও। তিনিও ‘ক্যাসিও’ ‘ক্যাসিও’ বলে আওয়াজ তোলেন এ ভিডিও স্ট্রিমিংয়ে। শাকিরার গানের পর আর্জেন্টাইন তারকা আগুয়েরোকে পাশেই পাচ্ছেন পিকে। আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘শাকিরা এ গান দিয়ে পিকেকে “নিশ্চিহ্ন” করতে চাচ্ছেন। পিকেও ক্যাসিও নিয়ে মজা করেছেন শাকিরার গানের সূত্র ধরেই।’

পিকে–শাকিরার ১১ বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে
ছবি : টুইটার

শাকিরার এ গানে লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো আগুনের ইমোজি দিয়েছেন তিনটি। মেসির স্ত্রীর এ মন্তব্যে লাইক পড়েছে ১ লাখ ৬০ হাজার।

আরও পড়ুন