তুরিনে অনুশীলন শেষ করেছে ব্রাজিলছবি: এএফপি

২০ বছর ধরে ষষ্ঠ শিরোপার খোঁজে আছে ব্রাজিল। ২০০২ সাল থেকে প্রতিবার ফেবারিট হয়ে বিশ্বকাপে গেছে তারা। তবে ফিরতে হয়েছে শূন্য হাতে। এবার অবশ্য ব্রাজিল চায় নিজেদের ভাগ্য বদলাতে। সে লক্ষ্যে লম্বা সময় ধরে দলটিকে প্রস্তুত করেছেন তিতে। বিশ্বকাপের আগেও ইতালির তুরিন শহরে জুভেন্টাসের মাঠে অনুশীলন সেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অনেকটা নিভৃতে অনুশীলন সেরে আজ কাতারের উদ্দেশে রওনা দেবে ব্রাজিল দল।

জুভেন্টাসের মাঠে গত এক সপ্তাহে কঠোর পরিশ্রম করেছেন নেইমার-ভিনিসিয়ুসরা। তবে অনুশীলনে কেবল নিজেদের প্রস্তুতই করেননি তাঁরা, ফাঁকে ফাঁকে নাচ, গান, হাস্যরস ও খুনসুটিতেও মেতে থাকতে দেখা গেছে দলের খেলোয়াড়দের। এসবের ভেতর দিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়াও বেশ মজবুত করেছে দলটি।

আরও পড়ুন

চ্যাম্পিয়ন হওয়ার পথে আর্জেন্টিনাকে হারাবে ব্রাজিল

ব্রাজিল যেখানে নিজেদের ঘাঁটি গড়েছিল, সেই ইতালি অবশ্য এবার বিশ্বকাপে নেই। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেই ‘আজ্জুরি’রা। তবে নিজেদের দেশ বিশ্বকাপে না থাকলেও ব্রাজিল দলকে এই এক সপ্তাহ আপন করে রেখেছিলেন ইতালিয়ানরা।

অনুশীলন পর্ব শেষ করে তাদের ধন্যবাদও দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। বলেছেন, ‘অংশগ্রহণ করার জন্য এবং পুরো কেন্দ্রটি ব্যবহার করতে দেওয়ার জন্য ধন্যবাদ। এর ফলে বিশ্বকাপটিকে দুর্দান্ত করার মতো পরিবেশও আমরা পেয়েছি। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তা শোধ করা হবে। আলিঙ্গন এবং আনন্দ।’

দুর্দান্ত প্রস্তুতির পাশাপাশি তিতের জন্য বিশেষ স্বস্তির হতে পারে চোটহীন দলকে সঙ্গে পাওয়া। আর্জেন্টিনা ও ফ্রান্সের মতো দলগুলোয় চোট ব্যাপকভাবে হানা দিলেও ব্রাজিল দলে চিত্রটা ভিন্ন। দলকে সেরা অবস্থাতেই পাবেন তিতে।

আরও পড়ুন

বিশ্বকাপের সবচেয়ে দামি দল কোনটি

২৫ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। তিন দিন পর ২৮ নভেম্বর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ব্রাজিল শেষ ম্যাচ খেলবে ৩ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে।