‘টেন হাগকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইউনাইটেড’, বলছেন শিয়ারার

এফএ কাপের সেমিফাইনালে ডাগআউটে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগএএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগে খাবি খেলেও এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দলটি ফাইনাল খেলবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে। প্রবল প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ইউনাইটেডকে কি পারবে এফএ কাপ জিততে, এ প্রশ্নের চেয়ে বড় হয়ে উঠেছে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ কি টিকে থাকতে পারবেন ওল্ড ট্রাফোর্ডে, সেই প্রশ্ন।

ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার অ্যালান শিয়ারার তো মনে করেন, সিটিকে হারিয়ে ইউনাইটেড এফএ কাপ জিতলেও চাকরি থাকবে না টেন হাগের। প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বললেন, ডাচ কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছে ইউনাইটেডের মালিকপক্ষ।

এফএ কাপের ফাইনালে উঠলেও সেমিফাইনালে কভেন্ট্রি সিটির বিপক্ষে ইউনাইটেড যেমন খেলেছে, সেটি দেখার পরই টেন হাগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন শিয়ারার। রোববারের সেই ম্যাচে ৩-০ গোলে এগিয়ে গিয়েও কভেন্ট্রিকে ৯০ মিনিটের মধ্যে হারাতে পারেনি ইউনাইটেড। ৩ গোল শোধ করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া চ্যাম্পিয়নশিপের দলটি ভাগ্য পাশে থাকলে জিতেও যেতে পারত। অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে অফসাইডের কারণে ভিএআর বাতিল করে কভেন্ট্রির চতুর্থ গোলটিতে। পরে টাইব্রেকারে আর স্নায়ু ঠিক রাখতে পারেনি দলটি, শুটআউটে হেরে যায় ৪-২ গোলে।

আরও পড়ুন
আমার মনে হয়, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজারের (কোচ) ভবিষ্যৎ এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে। আমার বিশ্বাস, ওরা এফএ কাপ জিতলেও তাকে চলে যেতে হবে।
অ্যালান শিয়ারার, ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা

ম্যাচটি দেখার পর ‘রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে টেগ হাগকে নিয়ে কথা বলেন শিয়ারার। সাবেক নিউক্যাসল তারকা বলেন, এফএ কাপ জিতলেও চাকরি বাঁচবে না টেন হাগের। সঞ্চালক গ্যারি লিনেকার ও মিকাহ রিচার্ডসকে শিয়ারার বলেন, ‘আমার মনে হয়, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজারের (কোচ) ভবিষ্যৎ এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে। আমার বিশ্বাস, ওরা এফএ কাপ জিতলেও তাকে চলে যেতে হবে। আমার মনে হয় না এফএ কাপ জয় তাকে নিয়ে সিদ্ধান্ত নিতে কোনো ভূমিকা রাখবে। তখন হয়তো ব্যাপারটাকে দুঃখজনক মনে হবে, তবে আমি করি, এফএ কাপ জেতাটা যথেষ্ট হবে না।’

কভেন্ট্রি সিটির বিপক্ষে রোববার এফএ কাপের সেমিফাইনালে একটা পর্যায়ে হাল ছেড়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড
রয়টার্স

ইউনাইটেডের খেলার ধরন ও খেলোয়াড়দের শরীরিভাষা, মৌসুমজুড়ে পারফরম্যান্স দেখেই নাকি এমনটা মনে হয়েছে শিয়ারারের, ‘খেলোয়াড়দের দেখুন, ওদের আচরণ খেয়াল করুন, লিগে ওরা কেমন করছে, সেটি দেখুন। আমার তো মনে হয়, সে এরই মধ্যে চাকরি হারিয়ে ফেলেছে।’

আরও পড়ুন

সঞ্চালক লিনেকার এরপর মনে করিয়ে দেন, ইউনাইটেড কীভাবে ২০১৬ সালে এফএ কাপ জয়ের পর কোচ লুইস ফন গালকে বরখাস্ত করেছিল। সে বছর ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড। লিনেকারের দেওয়া সূত্র ধরে সেই ফাইনালের পর কী হয়েছিল বলেন শিয়ারার, ‘সেই ম্যাচের পর লিফটেই খবরটা পেয়েছিলেন ফন গাল। কাজটা ঠিক কি বেঠিক ছিল, সেই প্রশ্ন করতেই পারেন।’

অনেকদিন ধরেই এমন ছবি বেশি দেখতে হচ্ছে ইউনাইটেড সমর্থকদের
এএফপি

এবারও তেমন কিছু হতে যাচ্ছে বলেই মনে করছেন শিয়ারার, ‘আমি ওদের খেলোয়াড়দের আচরণ খেয়াল করেছি। তাদের সামর্থ্যও তো জানা, আর এসব দেখেই আমার মনে হচ্ছে, এরই মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।‘

কেন এমন মনে হচ্ছে, সেটিও ব্যাখ্যা করেছেন শিয়ারার, ‘আপনারা তো জানেনই প্রক্রিয়াটা কেমন—নতুন মালিক, নতুন ফুটবল পরিচালক, নতুন স্ট্র্যাটেজি পরিচালক, নতুন এটা, নতুন সেটা, নতুন আরও কত কী! এটাই কি বলে দিচ্ছে না, নতুন কোচও আসছে।’

আরও পড়ুন