রোনালদোই ইতিহাসের সেরা...কে বলছেন, রোনালদো

পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোক্রিস্টিয়ানো রোনালদোর ইনস্টাগ্রাম হ্যান্ডল

সর্বকালের সেরা ফুটবলার কে—এ প্রশ্ন বহু পুরোনো। এ তর্কবিতর্ক ও কথার লড়াই চলে আসছে সেই আদিকাল থেকে। একসময় তর্ক হতো—পেলে, নাকি ডিয়েগো ম্যারাডোনা সর্বকালের সেরা। এরপর লম্বা সময় এ বিতর্ক আটকে ছিল লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো প্রশ্নে।

আরও পড়ুন

মেসির হাত ধরে ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর অনেকেই এ বিতর্কের ইতি টেনেছেন এবং সর্বকালের সেরার তকমাটা মেসির পিঠে সেঁটে দিয়েছেন। যদিও রোনালদো-ভক্তরা এ বিষয়ে কখনোই একমত হতে পারেননি, রোনালদো নিজেও নন।
সম্প্রতি স্প্যানিশ টিভি শো ‘এল চিরিনগুইতো’য় দেওয়া এক সাক্ষাৎকারে আরও একবার নিজেকেই সেরা দাবি করেছেন রোনালদো। আল নাসরের পর্তুগিজ মহাতারকা বলেছেন, তিনিই ইতিহাসের সেরা পরিপূর্ণ ফুটবলার।

সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘আমি সর্বকালের সেরা কমপ্লিট খেলোয়াড়। ক্রিস্টিয়ানোকে পরিপূর্ণ নন বলাটা হবে মিথ্যার নামান্তর। আপনি পেলে, মেসি, ম্যারাডোনাকে অগ্রাধিকার দিতে পারেন। বিষয়টা আমি বুঝি এবং সম্মান করি।’

চিরিনগুইতোকে দেওয়া খোলামেলা এ সাক্ষাৎকারে ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, রিয়াল মাদ্রিদ প্রসঙ্গসহ অনেক কিছু নিয়ে কথা বলেছেন রোনালদো। এ সময় বিশ্বের সেরা ক্লাব নিয়ে জানতে চাইলে রোনালদো বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে বড় ক্লাব।’

আরও পড়ুন

এ সময় ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়া নিয়েও তির্যক মন্তব্য করেছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদো বলেছেন, ‘ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল। যদিও আমি বিস্মিত নই। আমি পুরস্কারটা জিতেছি কি জিতিনি, সেটা পাশে সরিয়ে রেখেই বলছি, এটার বিশ্বাসযোগ্যতার অভাব আছে। সে (ভিনিসিয়ুস) চ্যাম্পিয়নস লিগ জিতেছে, অনেক গোল করেছে।’

ফুটবল ছাড়ার পর কোচ হতে চান না রোনালদো
রোনালদোর ইনস্টাগ্রাম হ্যান্ডল

আর জুড বেলিংহাম প্রসঙ্গে রোনালদোর কথা, ‘জুড বেলিংহাম এখনো অনেক তরুণ। তার জন্য দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে আমাকে জিদানের কথা মন করিয়ে দেয়। জিদানের কিছু বিষয় তার মধ্যে আছে।’

৩৯ পেরিয়ে আগামীকাল ৪০ বছর বয়সে পা দেবেন রোনালদো। ক্যারিয়ার যে গোধূলিবেলায় এসে পৌঁছেছে, তা আলাদা করে না বললেও চলে। ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে ভবিষ্যতে কোচ হিসেবে কাজ করবেন কি না, জানতে চাইলে রোনালদো বলেছেন, ‘কোচ হিসেবে? আমার তা মনে হয় না। এটা খেলোয়াড় হওয়ার চেয়ে কঠিন। ক্লাবের মালিক হওয়া যেতে পারে।’