‘এটা মিথ্যা’—বেনজেমার রিয়ালে ফেরার গুঞ্জন নিয়ে আনচেলত্তি

রিয়ালে এক সময় কোচ আনচেলত্তির অধীনে খেলেছেন বেনজেমাএএফপি

‘চাপে’ থাকা করিম বেনজেমা ছাড়তে চান সৌদি আরব—এ ব্যাপারটি কিছুদিন আগে জানিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তারা দাবি করেছিল, বেনজেমা ‘অস্থায়ীভাবে’ সৌদি ক্লাব আল ইত্তিহাদ ছাড়তে চান। ইত্তিহাদ সৌদি প্রো লিগেরই অন্য একটি ক্লাবে ধারে যাওয়ার জন্য বেনজেমাকে প্রস্তাব দিলেও ফরাসি তারকা তা প্রত্যাখ্যান করেন। তখন অনেকেই দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছিলেন।

আরও পড়ুন

বেনজেমা সম্ভবত ইউরোপে ফিরতে চান—এমন গুঞ্জনও শুরু হয়েছিল। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত এক কাঠি সরেস। বেনজেমাকে রিয়ালে ফেরাতে কোচ কার্লো আনচেলত্তি ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে অনুরোধ করেছেন—গত পরশু এমন একটি খবর তারা প্রকাশ করেছিল। কিন্তু আনচেলত্তি এ খবর উড়িয়ে দিয়ে বলেছেন, এটা মিথ্যা।

৩৬ বছর বয়সী বেনজেমা রিয়ালে ১৪ বছর কাটিয়ে গত বছর জুনে যোগ দেন আল ইত্তিহাদে। কিন্তু চলতি মাসে খবর বের হয়, ২০২২ ব্যালন ডি’অরজয়ী তারকা সৌদি আরব ছাড়তে চান। সূত্রের বরাত দিয়ে গত ১৭ জানুয়ারি এ খবর প্রকাশ করেছিল ইএসপিএন। এরপর গত ২৩ জানুয়ারি এএফপিও বেনজেমার সৌদি আরবের ক্লাবটিতে ‘চাপে’ থাকার খবর প্রকাশ করে এবং ছুটি কাটিয়ে নির্ধারিত সময়ের ১৭ দিন পর তিনি ইত্তিহাদে ফিরেছেন বলে জানায়। এতে ক্লাব কর্তৃপক্ষও নাকি তাঁর ওপর ক্ষুব্ধ।

সৌদি ক্লাব আল ইত্তিহাদে বেনজেমা ভালো নেই বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে
এএফপি

সে যাহোক, গতকাল সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি বেনজেমাকে ফেরাতে পেরেজকে অনুরোধ করেছেন কি না? জবাবে আনচেলত্তি বলেছেন, ‘এটা মিথ্যা। ক্লাবের সঙ্গে আমরা এ বিষয়ে কথা বলিনি।’
বেনজেমা নিজেও সৌদি ছাড়তে চাওয়ার গুঞ্জন অস্বীকার করেছেন। গত বুধবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এ নিয়ে ফ্রান্সের সাবেক স্ট্রাইকারের মন্তব্য প্রকাশ করে, ‘এটা পুরোপুরি মিথ্যা। কী আবিষ্কার করতে হবে, ফরাসি সংবাদমাধ্যম এখন আর তা জানে না। যত বড় (গুঞ্জন) হবে, তত ভালো।’

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে আনচেলত্তি আরেকটি বিষয় অস্বীকার করেন। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা এর আগে দাবি করেন, লা লিগা ‘দুর্নীতিগ্রস্ত’ এবং ম্যাচ অফিশিয়ালরা রিয়ালের পক্ষে সিদ্ধান্ত দেন। এ প্রসঙ্গ উঠেছে গত রোববার আলমেরিয়ার বিপক্ষে রিয়ালের ৩-২ গোলের বিতর্কিত জয়ের পর। ম্যাচ শেষে ভিএআর বিতর্ক নিয়ে আলমেরিয়া দাবি করে, সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের সঙ্গে ‘ডাকাতি’ করা হয়েছে। এরপর বার্সা সভাপতি রিয়ালকে তাক করে ওই দাবি করেছিলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘বিতর্ক নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। অনেক কিছুই বলা হয়েছে এই সপ্তাহে। লা লিগা দুর্নীতিগ্রস্ত নয়।’

বার্সাকেও এক হাত নিয়েছেন আনচেলত্তি
এএফপি

আনচেলত্তি এটুকু বলেই চুপ থাকেননি; বার্সাকে পাল্টা তোপও দেগেছেন। সংবাদ সম্মেলনে তিনি ‘নেগ্রেইরা কেস’–এর প্রসঙ্গ টেনেছেন। এ মামলায় অভিযুক্ত হয়েছে বার্সা। স্প্যানিশ আইনজীবীরা গত বছর বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭৩ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা) দেওয়ার অভিযোগ গঠন করেন। এই রেফারি হলেন হোসে মারিয়া এনরিক নেগ্রেইরা, যিনি স্প্যানিশ রেফারিং কমিটির সাবেক সহসভাপতি। লাপোর্তা এই মামলার কেন্দ্রে বলে জানিয়েছে ইএসপিএন।

এ প্রসঙ্গে বার্সাকে পরোক্ষ খোঁচাই মেরেছেন আনচেলত্তি, ‘স্প্যানিশ ফুটবলে গত ২০ বছরে কী হয়েছে, সবাই তা জানে। আমরা মনোযোগ সরাতে পারি না। স্প্যানিশ ফুটবলে একটি সমস্যা আছে। কর্তৃপক্ষ এবং স্পেন পুলিশ এর তদন্ত করছে। তাদের সময় দিতে হবে।’

আরও পড়ুন