ভিনিসিয়ুস নেই, রদ্রিগো তো আছেন

সেভিয়ার বিপক্ষে রিয়ালের জয়সূচক গোলের পর রদ্রিগোর উচ্ছ্বাসছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদের একেকটি অ্যাওয়ে ম্যাচ মানেই যেন ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী আক্রমণ! গত কয়েক মৌসুমে এমন ঘটনা অনেকবারই ঘটেছে। এ মৌসুমেই তো পাঁচবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যার সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত রোববার ভ্যালেন্সিয়ার মাঠে।

ভ্যালেন্সিয়ার মাঠে ভিনির সঙ্গে বর্ণবাদী আচরণ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়দের অনেকেই সরব হয়েছেন। এর মধ্যেই গতকাল আরেকটি অ্যাওয়ে ম্যাচ খেলতে সেভিয়ার মাঠে গিয়েছিল রিয়াল। এ ম্যাচে অবশ্য ছিলেন না চলতি মৌসুমে প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য অনেকটাই অপ্রতিরোধ্য হয়ে ওঠা ভিনিসিয়ুস।

আরও পড়ুন
সেভিয়ার বিপক্ষে ম্যাচে রদ্রিগোকে কিছূ একটা নির্দেশনা দিচ্ছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি
ছবি: রয়টার্স

ভিনিসিয়ুসের সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের জন্য নয়, তিনি কাল খেলেননি চোটের কারণে। চোটের কারণে কার্লো আনচেলত্তি সেভিয়ার বিপক্ষে দলে পাননি করিম বেনেজমা আর মার্কো আসেনসিওকেও। নিয়মিত রিয়ালের একাদশে খেলা ফরোয়ার্ডদের মধ্যে আনচেলত্তির হাতে একমাত্র রদ্রিগোই ছিলেন এই ম্যাচের জন্য।

দলে প্রয়োজনে এগিয়ে আসার সুযোগ পেয়ে সেটাকে খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন ভিনিসিয়ুসের ব্রাজিলিয়ান সতীর্থ রদ্রিগো। জোড়া গোল করে সেভিয়ার বিপক্ষে রিয়ালকে জিতিয়েছেন তিনি ২-১ ব্যবধানে। রদ্রিগোর সামনে সুযোগ ছিল হ্যাটট্রিকের। শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে আনচেলত্তি তাঁকে তুলে নেওয়ায় সেটা আর হয়নি। এ কারণে কিছুটা বিরক্তও হয়েছিলেন ব্রাজিলের উইঙ্গার।

ম্যাচ শেষে রদ্রিগো বলেছেন, ‘আমি তাঁর (আনচেলত্তি) ওপর কিছুটা বিরক্ত হয়েছিলাম। কারণ, আমি হ্যাটট্রিক করতে চেয়েছিলাম। কিন্তু সবকিছু ঠিক আছে।’

আরও পড়ুন
গোল করে সতীর্থের আলিঙ্গনে রদ্রিগো
ছবি: রয়টার্স

আগেই লা লিগার শিরোপা হারানো রিয়াল সেভিয়ার মাঠে ৩ মিনিটেই পিছিয়ে পড়েছিল। ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে গোলে রিয়ালকে সমতায় ফেরান রদ্রিগো। ৬৯ মিনিটে জয়সূচক গোলটি ছিল সেভিয়ার ডিফেন্ডারকে বোকা বানিয়ে করা। কোন গোলটিকে এগিয়ে রাখবেন, ম্যাচ শেষে যেন সেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না রিয়ালের তারকা।

ম্যাচ শেষে নিজের গোল দুটি নিয়ে রদ্রিগো বলেছেন, ‘একটা বেছে নেওয়া কঠিন। দুটিই দারুণ গোল। দ্বিতীয়টা হয়তো একটু বেশি। কিন্তু ফ্রি-কিক থেকে গোল (প্রথমটি) সব সময়ই বিশেষ। আমরা সব সময় এটা অনুশীলন করি এবং নিজেদের মধ্যে এ নিয়ে কথা বলি। (ম্যাচে) যে সবচেয়ে আত্মবিশ্বাসী থাকে, সেই ফ্রি-কিক নেয় এবং এ ম্যাচে আমি বলটি নিয়েছি।’

চলতি মৌসুমে লিগে রিয়ালের হয়ে ৯ গোল করা রদ্রিগোকে নিয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি, ‘রদ্রিগো সেন্টার ফরোয়ার্ড হিসেবে দাঁড়িয়ে গেছে। সে এ জায়গায় খেলতে পারে। সে আলাদা, বক্সের মধ্যে তার ড্রিবলের কারণে গোল করা সহজ হয়ে যায়।’

আরও পড়ুন