শেষ মুহূর্তের গোলে হার এড়াল আবাহনী, কিংসের বড় জয়

বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংসসংগৃহীত

মৌসুমের শুরুটাই বেশ বাজে হয়েছিল আবাহনী লিমিটেডের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ফর্টিস এফসির কাছে হেরে গিয়েছিল আকাশি–নীলরা। তবে প্রথম পর্বের শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল তারা। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় আর দুটিতে ড্র করেছে আবাহনী। সেই আবাহনীকেই আজ গোপালগঞ্জে আবারও হারিয়ে দিতে বসেছিল ফর্টিস। ৬১ মিনিটে এগিয়ে যাওয়া ফর্টিস জিততে পারেনি যোগ করা সময়ে গোল হজম করে।

৬১ মিনিটে ফর্টিস ১–০ গোলে এগিয়ে গিয়েছিল ইউক্রেনিয়ান ভ্যালেরি গ্রিশিনের গোলে। পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ চালিয়েও ফর্টিসের রক্ষণের দেয়াল ভাঙতে পারেনি আবাহনী। খেলাও ছিল খানিকটা এলোমেলো। তবে ম্যাচ যখন প্রায় শেষের দিকে, আবাহনী যখন নিশ্চিত হারের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে হাজির হন সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। তাঁর গোলেই সমতা ফিরিয়ে অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রেস ক্রুসিয়ানির দল।

আরও পড়ুন

প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে এ মুহূর্তে আছে তিনটি দল—বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। আজ বসুন্ধরা মুন্সিগঞ্জে চট্টগ্রাম আবাহনীকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছে। আজকের আগেই কিংসের চেয়ে ৭ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিল আবাহনী। আজ সেই ব্যবধান আরও বাড়ল। দুই দলই ১১টি করে ম্যাচ খেলেছে। কিংসের পয়েন্ট ২৮, আবাহনীর ১৯। এক ম্যাচ কম খেলে মোহামেডানের পয়েন্ট ২০। আগামীকাল মোহামেডান–শেখ রাসেল ম্যাচ। সে ম্যাচে জিতলে আবাহনীর চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে যাবে তারা। ড্র করলে এগিয়ে যাবে ২ পয়েন্টে।

কিংসের পক্ষে আজ জোড়া গোল করেছেন রাকিব হোসেন। এবারের প্রিমিয়ার লিগে দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল জাতীয় দলের এই স্ট্রাইকারের—৮টি।  ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা কিংসেরই ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ। ৭টি করে গোল কিংসের রবসন দা সিলভা ও মোহামেডানের সোলেমান দিয়াবাতের।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই দরিয়েলতনের গোলে এগিয়ে যায় কিংস। এরপর পেনাল্টি থেকে ২–০ করেন রবসন।

আবাহনী কোনো রকমে ড্র করেছে
সংগৃহীত

কিংসের তৃতীয় গোলটি রবসনের লম্বা থ্রু থেকে রাকিবের দারুণ ফিনিশিংয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে কিংসকে ৪–০ গোলে এগিয়ে নেন উজবেকিস্তানের মিডফিল্ডার আশরোর গফুরভ। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৫–০ করেন রাকিব।

আরও পড়ুন

এদিকে হেরেই চলেছে ব্রাদার্স ইউনিয়ন। আজ রাজশাহীতে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে ২–০ গোলে হেরেছে তারা। লিগে ১১ ম্যাচে কমলা বাহিনীর পয়েন্ট মাত্র ৩। একটি ম্যাচও জেতেনি তারা। আজকের জয়ে রহমতগঞ্জের পয়েন্ট ১১ ম্যাচে ১০। এটি রহমতগঞ্জের লিগে প্রথম জয়।