ইন্টার মায়ামি কেমন, এবার বুঝতে পারবেন মেসি

মেসির হতাশ মুখই বলে দিচ্ছে সময়টা ভালো যাচ্ছে নারয়টার্স

বাজে সময়ের বৃত্তে আটকে পড়েছে লিওনেল মেসি ও তাঁর দল ইন্টার মায়ামি। সর্বশেষ ৭ ম্যাচের ৬ ম্যাচেই জিততে পারল না দলটি, যেখানে হেরেছে ৫টিতেই। সর্বশেষ আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে উড়ে গেছেন মেসি-সুয়ারেজরা। ফ্লোরিডা ডার্বির ম্যাচটিতে মেসির ‘প্রাপ্তি’ বলতে ৭৫ মিনিটে পাওয়া একটি হলুদ কার্ড।

ম্যাচের পর মেসি বলেছেন, ইন্টার মায়ামি দল হিসেবে কেমন, সেটা এবার বোঝা যাবে। কারণ সময় এখন পক্ষে নেই।

ঘরের মাঠে আজ বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি মায়ামি। ৬৫ শতাংশ বলের দখল রাখা মায়ামি ২১টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৪টি। অন্য দিকে মাত্র ৩৫ শতাংশ বলের দখল রেখে ১৬ শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে অরল্যান্ডো সিটি।

আরও পড়ুন

যার মধ্যে ৩টিকেই গোলে রূপান্তরিত করে তাঁরা। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোলটি আদায় করে তারা। গোল করেন লুইস মুরিয়েল। বিরতির পর ৫৩ মিনিটে মার্কো পাসালিক করেন ম্যাচের দ্বিতীয় গোল। আর যোগ করা সময়ে মেসিদের হতাশা বাড়িয়ে তৃতীয় গোলটি করেন দাগুর দন থরহালসন।

মেসি ও সুয়ারেজ দলকে জেতাতে পারেননি
রয়টার্স

৩-০ গোলের হারের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে নেমে গেছে ইন্টার মাায়ামি। ১৩ ম্যাচ খেলে ৬ জয়, ৪ ড্র ও ৩ হার মায়ামির। অন্য দিকে এক ম্যাচ বেশি খেলে ২৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এল অরল্যান্ডো সিটি।

আজ আক্রমণে তেমন কোনো ধার ছিল না মেসি-সুয়ারেজদের। কিছু সুযোগ তৈরি করলেও সেসব গোল করার জন্য একেবারেই যথেষ্ট ছিল না। আক্রমণভাগের ব্যর্থতার ছাপ এসে পড়ে দলের রক্ষণেও। সমন্বয়হীনতার কারণে অরল্যান্ডোর আক্রমণের মুখে বারবার ভেঙে পড়েছে তারা। যা শেষ পর্যন্ত কারণ হয়েছে বড় হারের।

আরও পড়ুন

হারের পর দলের ব্যর্থতা নিয়ে অ্যাপল টিভির সঙ্গে কথা বলেছেন মেসি। সময়টা ‘কঠিন’ উল্লেখ করে মেসি বলেছেন, ‘এখন সত্যিই বুঝতে পারব যে, কঠিন সময়ে আমরা দল হিসেবে কেমন। কারণ সব যখন ঠিকঠাক চলে তখন সবকিছু সহজ হয়। আর যখন কঠিন সময় আসে, তখন আমাদের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হয়। পাশাপাশি একটি দল হিসেবে খেলতে হয় এবং নিজেদের একসঙ্গে টেনে তুলতে হয়।’