৭৯৪ কোটি টাকা আয় করা রিয়ালকে হাতছানি দিচ্ছে যে রেকর্ড

ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে রিয়াল মাদ্রিদকে। ক্লাব বিশ্বকাপে আয়েও সবাইকে ছাপিয়ে গেছে মাদ্রিদের ক্লাবটি।

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদএএফপি

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচটি খেলার মধ্য দিয়ে একটি রেকর্ডও ছুঁয়ে ফেলবে জাবি আলোনসোর দল। কোয়ার্টার ফাইনালে জয় পেলে গড়বে রেকর্ডও।

রেকর্ডটি হলো এক মৌসুমে ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। ১৯৮৩-৮৪ মৌসুমে লিভারপুল ও ২০১২-১৩ মৌসুমে চেলসি গড়েছে এই রেকর্ড। দুই দলই সমান ৬৭টি করে ম্যাচ খেলেছিল এই দুই মৌসুমে।

আরও পড়ুন

ট্রান্সফারমার্কেট জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিজেদের ক্লাব রেকর্ড ছুঁয়েছে তারা। ২০০১-০২ মৌসুমে ৬৬ ম্যাচ খেলেছিল রিয়াল।

অর্থাৎ ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমে লিভারপুল এবং চেলসির রেকর্ড ছুঁয়ে ফেলবে মাদ্রিদের ক্লাবটি। আর সেমিফাইনালে উঠতে পারলে তখন রেকর্ডটি নিজেদের দখলে নিয়ে নেবে রিয়াল। ফাইনালে উঠলে এ মৌসুমে রিয়ালের ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৬৯—স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এমন কিছু এর আগে কখনো দেখা যায়নি ইউরোপের ক্লাব ফুটবলে।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো পর্যন্ত দারুণ খেলেছে রিয়াল
এএফপি

এই পরিসংখ্যান রিয়ালের আরও একটি সামর্থ্যকেও প্রমাণ করে। চলতি মৌসুমে বর্ধিত সংস্করণের দুটি টুর্নামেন্ট খেলছে রিয়াল—৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ ও ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। এর পাশাপাশি লিগ এবং অন্যান্য কাপ প্রতিযোগিতাতেও অংশ নিয়েছে রিয়াল। ঠাসা এই সূচির সঙ্গে পাল্লা দেওয়ার চ্যালেঞ্জটা ভালোভাবেই সামলাচ্ছেন রিয়ালের খেলোয়াড়েরা।

আরও পড়ুন

রিয়ালের খেলোয়াড়দের মধ্যে লুকা মদরিচ ও ফেদেরিকো ভালভের্দের কথা আলাদা করে বলতেই হয়। রিয়াল ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলে এবং সে পর্যন্ত ভালভের্দে সব ম্যাচেই মাঠে নামলে এই মৌসুমে তাঁর ম্যাচ সংখ্যা হবে ৭২টি (ক্লাব ও জাতীয় দল)। ভালভের্দে এরই মধ্যে এ মৌসুমে ৫৩০০ মিনিটের বেশি সময় মাঠে ছিলেন এবং ম্যাচপ্রতি গড়ে ৮৫ মিনিট করে খেলেছেন। ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল ছাড়ার ঘোষণা দেওয়া ৩৯ বছর বয়সী মিডফিল্ডার মদরিচ মৌসুম শেষ করতে পারেন ৭৩ ম্যাচ খেলে।

গ্রাফিকস: মাহাফুজার রহমান

ম্যাচ খেলার এই ধারাবাহিকতায় মৌসুমের একদম শেষ ভাগে এসে বেশ মোটা অঙ্কের অর্থও আয় করছে রিয়াল। এবারের মৌসুমে উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ছাড়া আর কিছুই জিততে পারেনি তারা। শোকেসে ওঠেনি বড় কোনো শিরোপা। ক্লাব বিশ্বকাপে এই খরা ঘুচতে পারে আর কোয়ার্টার ফাইনালে উঠে সে পথেই থাকা রিয়াল এরই মধ্যে এই টুর্নামেন্টে আয়ে সব ক্লাবকে পেছনেও ফেলেছে।

শেষ ষোলোয় জুভেন্টাসকে বিদায় করার মধ্য দিয়ে ১ কোটি ২১ লাখ ইউরো প্রাইজমানি পেয়েছে রিয়াল। এর মধ্য দিয়ে চলতি ক্লাব বিশ্বকাপে সিটিকে পেছনে ফেলে প্রাইজমানি আয়ে শীর্ষেও উঠেছে আলোনসোর দল।

এখন পর্যন্ত এবারের ক্লাব বিশ্বকাপ থেকে রিয়ালের মোট আয় ৫ কোটি ৫২ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯৪ কোটি ৪৩ লাখ টাকা)। এর মধ্যে শুধু ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ৩ কোটি ১৪ লাখ ইউরো পেয়েছে রিয়াল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে আসার পথে প্রাইজমানি হিসেবে রিয়াল আয় করেছে ২ কোটি ৩৮ লাখ ইউরো।

সেমিফাইনালে উঠতে পারলে আরও ১ কোটি ৯৪ লাখ ইউরো আয় করবে রিয়াল। ফাইনালে উঠে হারলে পাবে ২ কোটি ৭৭ লাখ ইউরো, আর জিতলে ৩ কোটি ৭০ লাখ ইউরো। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল—এই তিন ম্যাচে ৫ কোটি ৬৪ লাখ ইউরো প্রাইজমানির জন্য খেলবে রিয়াল।

আরও পড়ুন