গোলের সঙ্গে চোটও পেলেন মেসি

ইন্টার মায়ামির হয়ে আজ মাঠে নেমেছিলেন মেসি। গোলের সঙ্গে চোটও পেয়েছেনএএফপি

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে আজ শেষ ষোলো পর্বের ফিরতি লেগে ন্যাশভিলকে ৩–১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দুই লেগ মিলিয়ে ৫–৩ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মায়ামি। প্রথম লেগের মতো আজ ফিরতি লেগেও গোল পেয়েছেন মায়ামি তারকা লিওনেল মেসি। গোল করিয়েছেন সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়েও।

তবে ম্যাচের ৫০ মিনিটে মাঠ ছেড়ে দিয়ে ভ্রুকুটির জন্মও দিয়েছেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির উঠে যাওয়া দেখে অনেকে হয়তো ভেবেছেন চোট পেয়েছেন। সে ধারণাটাই শেষে সঠিক প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘মায়ামি হেরাল্ড’ জানিয়েছে, ম্যাচ শেষে মেসির চোটের ব্যাপারটি নিশ্চিত করেছেন মায়ামি কোচ জেরার্দো মার্তিনো। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছেন মেসি। অস্বস্তি বোধ করায় তাঁকে তুলে নিয়ে রবার্ট টেলরকে বদলি নামান মার্তিনো।

আরও পড়ুন

মায়ামি ভক্তদের জন্য খারাপ খবরও আছে। শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে মায়ামি। মায়ামি হেরাল্ড জানিয়েছে, এ ম্যাচে মেসিকে পাওয়ার আশা করছেন না মার্তিনো।

ম্যাচের ৫০ মিনিটে মেসিকে তুলে নেন মায়ামি কোচ মার্তিনো
এএফপি

মেসিকে আজ মাঠ থেকে তুলে নেওয়ার ব্যাখ্যায় মার্তিনো বলেন, ‘আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। সে আরেকটু সময় খেলতে পারে কি না, সেটা বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু সে অস্বস্তি বোধ করায় মাঠ থেকে তুলে নিই।’ ডিসি ইউনাইটেডের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা নিয়ে মার্তিনো বলেছেন, ‘ঝুঁকি নিতে চাই না। তবে আমার মনে হয় শনিবারের ম্যাচে তাকে পাওয়া যাবে।’

মায়ামির হয়ে মৌসুমের প্রথম চার ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছেন মেসি। ৩৬ বছর বয়সী এ ফরোয়ার্ড গত রোববার মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন। আগামীকাল অনুশীলন সেশন আছে মায়ামির। এরপর ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হবে মার্তিনোর দল।

আরও পড়ুন

শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দেবেন মেসি। কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে ফিলাডেলফিয়ায় ২২ মার্চ এল সালভাদর এবং লস অ্যাঞ্জেলেসে ২৬ মার্চ কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

ন্যাশভিলের বিপক্ষে নিজে গোল করার পাশাপাশি সুয়ারেজকে দিয়েও গোল করিয়েছেন মেসি। নিজে গোল করার পর সুয়ারেজের সঙ্গে তাঁর উদ্‌যাপন
এএফপি

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ইউএসএ টুডে’ জানিয়েছে, এ সময় মায়ামির হয়ে দুটি ম্যাচে মেসির না খেলার সম্ভাবনাই বেশি। ২৩ মার্চ নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না সম্ভবত জাতীয় দলের দায়িত্ব পালনের কারণে। আর ৩০ মার্চ নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।

আরও পড়ুন