গোল করিয়ে ‘পুনর্মিলনী’র ম্যাচে মায়ামিকে জয় এনে দিলেন মেসি

মেসি ও সুয়ারেজইন্টার মায়ামি

কত দিন পর একসঙ্গে প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস, জর্দি আলবা! সেই ২০২০ সালের আগস্টে বার্সেলোনার হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তারা। সেই ম্যাচে বায়ার্নের কাছে বার্সা হেরেছিল ৮-২ গোলে।

আজ প্রতিযোগিতামূলক ফুটবলে এই ৪ ফুটবলারের পুনর্মিলনীর ম্যাচে তারা ঠিক জয় পেয়েছেন। যে দলের হয়ে আজ তাদের পুনর্মিলনী হলো, সেই ইন্টার মায়ামিও মৌসুমের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেকের বিপক্ষে জিতেছে ২-০ গোলে। ঘরের মাঠ চেস স্টেডিয়ামে মায়ামির জয়ে গোল করেন রবার্ট টেলর ও ডিয়েগো গোমেজ। দুটি গোলেরই উৎস মেসি।

বার্সায় এই ৪ ফুটবলারের একসঙ্গে খেলার পালা ভাঙে সুয়ারেজ বিদায় নেওয়ায়। মায়ামির হয়ে আজ প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচে সুয়ারেজ মাঠে নামায় তাদের একসঙ্গে খেলার নতুন পালাও শুরু হলো। গত মৌসুমেই মেসি, বুসকেতস ও আলবা মায়ামিতে নাম লিখিয়েছিলেন।

আরও পড়ুন

মায়ামির সময়টা ভালো যাচ্ছিল না। প্রাক্‌-মৌসুমে খেলা ৭ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে, হেরেছে ৪ ম্যাচে। একমাত্র জয় হংকং একাদশের বিপক্ষে। সৌদি আরবে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন আল নাসরের কাছে মেসিরা হজম করেছিলেন ৬ গোল। আল হিলালের বিপক্ষে হার ৪-৩ ব্যবধানে। তাই মৌসুমে দারুণ কিছু করতে হলে শুরুটা ভালোভাবেই করতে হতো মেসিদের। সেটা তারা করতে পেরেছেনও।

আজ জয়ের পথে প্রথম গোল পেতে মেসিরা অপেক্ষা করেছেন ৩৯ মিনিট। গোলটি আসে টেলরের কাছ থেকে। মেসির পাস থেকে গোল করেন তিনি। অবশ্য তাতে সল্ট লেকের গোলকিপার ম্যাকম্যাথেরও অবদান আছে। খুব বেশি জোরালো শট না হলেও তাঁর হাতের নিচ দিয়ে বল জালে জড়ায়।

দ্বিতীয় গোলটি গোমেজের। সেটি ম্যাচের ৮৩ মিনিটে। এবার মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে সুয়ারেজের পায়ে দেন মেসি, সেখানে সুয়ারেজ দেন গোমেজকে। প্যারাগুয়ের এই মিডফিল্ডার সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন। তবে ম্যাচের ১৬ মিনিটে ফ্রি কিক থেকে আরেকটু হলেই গোল পেয়ে যেতেন মেসি। সল্ট লেক পোস্ট ঘেঁষে এক ডিফেন্ডারকে দাঁড় করানোয় রক্ষা। মেসির দুর্দান্ত বাঁকানো শট সেই ডিফেন্ডারের মাথায় লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।

আরও পড়ুন

মায়ামির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকে ৯০ মিনিট খেলেন সুয়ারেজ। গোলপোস্টে দুটি শট নিলেও গোল পাননি, একটি গোলে সরাসরি সহায়তা করেছেন। ম্যাচ শেষে অ্যাপল টিভিতে সুয়ারেজ বলেছেন, ‘আমি খুবই খুশি। কারণ, প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। দলকে ট্রফি জেতাতে নিজের সেরাটা দিতে চাই। আমি জানতাম, আমার সামনে কী আছে। কারণ, আগে থেকেই এই লিগ অনুসরণ করছি। আমার বন্ধুরা আমাকে বলেছে, এখানে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হব।’

মেসির খেলা দেখতে এসেছিলেন উইল স্মিথ
এমএলএস

গত মৌসুমে মেসি যখন ইন্টার মায়ামিতে আসেন, তখন ক্লাবটি ছিল পয়েন্ট তালিকায় সবার নিচে। মেসি এসে শুরুতে অংশ নেন লিগস কাপে। সেই টুর্নামেন্ট জিতিয়ে ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ দেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ইন্টার মায়ামিকে ইউএস ওপেন কাপের ফাইনালেও নিয়ে যান মেসি। যদিও এ প্রতিযোগিতায় শিরোপা জিততে পারেননি। আর এমএলসে দলকে তলানি থেকে প্লে-অফে পৌঁছে দিতে পারেননি। কিন্তু এবার মেসি আছেন শুরু থেকেই। নিশ্চয়ই দলকে আর তলানিতে নামতে দেবেন না!

আরও পড়ুন