‘এটাই নিয়তি ছিল, আমাকে ছাড়াই ওরা জিতবে’—পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয় নিয়ে এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে ক্লাব ছাড়লেন আর সে মৌসুমেই অধরা চ্যাম্পিয়নস লিগ জিতে গেল পিএসজি। কেমন লাগছে ফরাসি তারকার—এমনটা জানার আগ্রহ জাগতেই পারে। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে নিজেই দিলেন সেই উত্তর। বললেন, এ নিয়ে তাঁর কোনো খেদ কিংবা আক্ষেপ নেই।
জার্মানির বিপক্ষে নেশনস লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন এমবাপ্পে। সেখানেই ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা কথা বললেন পিএসজিকে নিয়ে, ‘আমি আগেভাগে (পিএসজি) ছাড়িনি। আমার পিএসজির সঙ্গে অধ্যায় শেষ হয়ে গিয়েছিল। আমার কোনো খেদ নেই। সেখানে আমার পথচলা শেষ হয়ে গিয়েছিল।’
আমার তো চেষ্টার কমতি ছিল না। কিন্তু এটাই নিয়তি ছিল, আমাকে ছাড়াই ওরা জিতবে।
গত ৩১ মে মিউনিখের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের স্বাদ পেয়েছে পিএসজি। প্যারিসের ক্লাবটি প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। সেই দলের অংশ হতে না পারা এমবাপ্পে বললেন, ভাগ্যে ছিল না বলেই এমনটা হয়েছে, ‘আমার তো চেষ্টার কমতি ছিল না। কিন্তু এটাই নিয়তি ছিল, আমাকে ছাড়াই ওরা জিতবে।’
এতে অবশ্য মন খারাপ হয়নি এমবাপ্পের, ‘ওরা জিতেছে, এতে আমার খারাপ লাগছে না। বরং আমি খুশি। অনেক বছর ধরে ক্লাবটা এই স্বপ্ন সত্যি করতে লড়েছে। আমিও সেই পথচলার অংশ ছিলাম। শুধু ফাইনাল জয়ের দিন ছাড়া পিএসজির হয়ে আমি চ্যাম্পিয়নস লিগের সব ধাপেই খেলেছি। এখন ওরাই ইউরোপের সেরা দল। এর আগে কোনো দল ৫-০ ব্যবধানে ফাইনাল জিতেছে কি না, এমন কিছু মনে পড়ে না।’
চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন এমবাপ্পে এখন বুকে লালন করছেন রিয়াল মাদ্রিদে। তবে প্রথম মৌসুমটা কেটেছে হতাশায়। আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে রিয়াল এবং তারা চার বছর পর মৌসুম শেষ করেছে ট্রফিশূন্যভাবে।