ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে নেই বেনজেমা

অধিনায়ক বেনজেমাকে ছাড়াই দল ঘোষণা করেছেন কোচ আনচেলত্তিছবি : রয়টার্স

মাঠে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় সর্বশেষ তিন ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে। এর ওপর চোটের সমস্যায় আছেন করিম বেনজেমা, থিবো কোর্তোয়াসহ ক্লাবটির হয়ে নিয়মিত মাঠে নামা বেশ কয়েকজন ফুটবলার।

সামনেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল। সেই ম্যাচে দল সাজানো নিয়ে তাই কিছুটা দুশ্চিন্তায় আছেন কোচ কার্লো আনচেলত্তি। চোটে-জর্জর দল নিয়ে আগামী কয়েক সপ্তাহের ব্যস্ত সূচিতে স্বাভাবিকভাবে কিছুটা হিমশিম খেতে হবে রিয়াল কোচকে।

কোর্তোয়া, বেনজেমার পাশাপাশি চোটে আছেন লুকাস ভাজকেজ এবং দুই ডিফেন্ডার এদের মিলিতাও ও ফারলাঁ মেন্দি। ভাসকেস ও মেন্দির চোট গুরুতর হলেও বেনজেমা, কোর্তোয়া ও মিলিতাওকে দ্রুতই মাঠে পাওয়ার আশা করছে রিয়াল। যদিও সেমিফাইনাল খেলতে দলের সঙ্গে মরক্কো যাননি এই তিন ফুটবলার। তবে সবকিছু পরিকল্পনামতো এগোলে রিয়াল ফাইনালে উঠলে এই তিন ফুটবলারকেই দলে পেতে পারেন আনচেলত্তি।

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আগামী বুধবার মিসরের দল আল আহলির মুখোমুখি হবে আনচেলত্তির দল। গত বৃহস্পতিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে পায়ে চোট পান বেনজেমা ও মিলিতাও। দুই দিন পর লিগের ম্যাচে মায়োর্কার বিপক্ষে খেলতে পারেননি তাঁরা। মায়োর্কা ম্যাচের আগেই অনুশীলনের সময়ে কুঁচকিতে চোট পান কোর্তোয়া। চিকিৎসকেরা জানিয়েছেন, এই সমস্যা দীর্ঘমেয়াদি নয়।

ক্লাব বিশ্বকাপ সামনে রেখে অনুশীলনে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা
ছবি : রয়টার্স

চোটে জর্জরিত রিয়ালের সামনে অপেক্ষা করছে ঠাসা সূচি। ক্লাব বিশ্বকাপের পর তাদের কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে খেলতে হবে। এরপর চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের সঙ্গে শেষ ষোলোর লড়াই। সঙ্গে লা লিগার ম্যাচ তো আছেই। তাই ব্যস্ত সূচি নিয়ে কিছুটা ক্ষোভ ঝেড়েছেন এই ইতালিয়ান কোচ, ‘আমরা কখনোই কোনো ম্যাচ বাদ দিতে চাই না। কিন্তু সূচি বেশ চমকপ্রদ, খেলার কোনো শেষ নেই। লা লিগা, ফিফা, উয়েফা, স্প্যানিশ এফএ সবাই নিজেদের ম্যাচ খেলাতে চায়। তারা আমাদের একটি দিনও বিশ্রাম নিতে দেবে না।’

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের এই কোচ অবশ্য সব শিরোপার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা বললেন, ‘আমরা কোনো টুর্নামেন্টকেই বাদ দিয়ে দিচ্ছি না। সব জায়গাতেই আমরা (শিরোপার) কাছাকাছি আছি। কোপা দেল রেতে সেমিফাইনাল, চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো, ক্লাব বিশ্বকাপে সেমিতে আছি।’