যে কারণে এগিয়ে আসতে পারে নাপোলির পরের ম্যাচে সূচি

শিরোপার স্বাদ পেতে নাপোলির সমর্থকদের যেন আর তর সইছে নাছবি : টুইটার

ঘরের মাঠ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে রোববার সব প্রস্তুতি নিয়ে রাখা ছিল। শুধু সালেরনিতানার বিপক্ষে জয়ের অপেক্ষা। মাথিয়াস অলিভেরার গোলে ৩৩ বছর পর স্কুদেত্তো (ইতালিয়ান সিরি ‘আ’ ট্রফির নাম) জয়ের খুব কাছে চলেও এসেছিল নাপোলি। কিন্তু শেষ দিকে গোল খেয়ে ম্যাচ ড্র করায় অপেক্ষা বেড়েছে তাদের।

নাপোলির এ অপেক্ষার অবসান অবশ্য বৃহস্পতিবার রাতেই হতে পারে। এই কি নিজেদের সমর্থকদের সাক্ষী রেখে নয়, উত্তর–পূর্বাঞ্চলীয় শহর উদিনেতে গিয়ে উদিনেসের বিপক্ষে অন্তত ১ পয়েন্ট নিয়ে ফিরতে হবে। ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ১টায়। তবে নাপোলি সমর্থকদের কথা ভেবেই ম্যাচটা ২ ঘণ্টা এগিয়ে আনতে চাচ্ছে উদিনে প্রশাসন। আজ বিকেলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন

উদিনে প্রশাসনের প্রতিনিধিদল জানিয়েছে, স্থানীয় সময় আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনায় বসবেন নগর পরিষদ ও উদিনেসের কর্মকর্তারা। নাপোলি সমর্থকদের স্রোত ভালোভাবে সামাল দিতে ম্যাচটি ২ ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ওসিমেন-কাভারাস্কেইয়াদের অপেক্ষা আগামীকালই ফুরোতে পারে
ছবি : রয়টার্স

ম্যাচ শুরুর সময় এগিয়ে এলে নাপোলিও নিজেদের শহরে ঘণ্টা দুয়েক আগে ফিরতে পারবে। নেপলস বিমানবন্দরে লুসিয়ানো স্পালেত্তির দলকে বরণ করতে আসবে হাজারো সমর্থক। উদিনেসের বিপক্ষে ম্যাচটি নিজেদের মাঠে বসে বড় পর্দায় দেখারও ব্যবস্থা করছে নাপোলি। তবে সেদিন মাঠে তাঁরাই ঢুকতে পারবেন, যাঁরা সালেরনিতানার বিপক্ষে ম্যাচের টিকিট পেয়েছিলেন।

আরও পড়ুন

নাপোলির আনুষ্ঠানিক উৎসব অবশ্য আগামীকাল রাতেই শুরু হতে পারে। ভিক্তর ওসিমেন–খিচা কাভারাস্কেইয়াদের আগেই কাল সাসসুয়োলোর বিপক্ষে খেলতে নামবে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা লাৎসিও। রাজধানী রোমের দলটি ওই ম্যাচ জিততে না পারলেই শিরোপা জয় নিশ্চিত হবে ম্যারাডোনার ক্লাবের।

এ মুহূর্তে নাপোলির পয়েন্ট ৭৯, লাৎসিওর ৬১। দুই দলেরই ছয়টি করে ম্যাচ বাকি। নাপোলি সব ম্যাচ হারলে ও লাৎসিও সব ম্যাচ জিতলেই কেবল তাদের পয়েন্ট সমান হবে। তার মানে, কোনো ম্যাচে লাৎসিও পয়েন্ট খোয়ালেই নাপোলির চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত।