ফোডেনের দ্বিতীয় হ্যাটট্রিক, প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি কার

ফিল ফোডেন। গতকাল রাতে হ্যাটট্রিকের পর চোখ তাঁর সুদূরে। হয়তো ভাবছিলেন, প্রিমিয়ার লিগে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটি কত দূরএএফপি

‘গোল এবং গোলে সহায়তা বিচারে আমার মনে হয় ফিল দলের জন্য সবচেয়ে প্রভাবজাগানিয়া মৌসুমটি পার করছে’—কথাটা ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার। গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে সিটির ৩–১ গোলে জয়ের পর ফোডেনকে নিয়ে এমনই রায় দেন গার্দিওলা। তাঁর হ্যাটট্রিকেই যে জিতেছে সিটি।

শুধু কি তাই, প্রথমার্ধের ২১ মিনিটের মধ্যে পিছিয়ে পড়ার পর কী দরকার ছিল, সেটা বলতে গিয়েও ফোডেনকে টেনে এনেছেন গার্দিওলা, ‘আমাদের এটা (ফোডেনের পারফরম্যান্স) প্রয়োজন ছিল...তার খেলার ধরনটা সরল, কতটা আক্রমণাত্মক হতে পারে। তাই গোল করার আনন্দের পাশাপাশি বক্সের সামনেও হুমকি হয়ে ছিল। (যেখানে দরকার) সব সময়ই ছিল।’

আরও পড়ুন

আর্লিং হলান্ড ও হুলিয়ান আলভারেজ স্ট্রাইকার। গোলসংখ্যায় তাঁরা এগিয়ে থাকবেন, সেটাই স্বাভাবিক। সিটির হয়ে এ মৌসুমে হলান্ডের ১৯ গোল এবং আলভারেজের ১৫ গোল তাই প্রত্যাশিতই। ফোডেন সেখানে ব্যতিক্রম। এই মৌসুমে ৩৩ ম্যাচে ১১ গোল হয়ে গেছে এই মিডফিল্ডারের। স্ট্রাইকার আলভারেজের ৩২ ম্যাচে ১৫ গোলের তুলনায় পারফরম্যান্সটা চোখে লাগার মতোই।

গোল বানানোতেও সিটির হয়ে এ মৌসুমে শুধু আলভারেজই তাঁর সমান (৯)। সিটির হয়ে সর্বশেষ ৬টি প্রিমিয়ার লিগের ম্যাচে ৮ গোলে সরাসরি সংশ্লিষ্টতা আছে ফোডেনের (৪ গোল, ৪ গোল বানানো)। এতেই বোঝা যায়, সিটির হয়ে ম্যাচ খেলার সঙ্গে আরও ধারালো হয়ে উঠছেন ২৩ বছর বয়সী তারকা। গতকাল রাতে ফোডেনের হ্যাটট্রিকটি ছিল প্রিমিয়ার লিগে সিটির ৩৯তম হ্যাটট্রিক। শুধু লিভারপুল (৪২ হ্যাটট্রিক) এবং আর্সেনালই (৪১ হ্যাটট্রিক) সিটির চেয়ে বেশি হ্যাটট্রিক করেছে প্রিমিয়ার লিগে।

প্রথম আলো

ফোডেনের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রশ্ন তুলতে পারেন, সিটির দুর্দান্ত আক্রমণভাগের সদস্য হয়ে প্রিমিয়ার লিগে ৬ মৌসুম খেলে ফেলা কারও জন্য এই হ্যাটট্রিক সংখ্যাটা কি কম হয়ে গেল না? আবারও মনে করিয়ে দেওয়া যাক—ফোডেন কিন্তু মিডফিল্ডার। গোল করা তাঁর মূল কাজ না। তবু প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক সংখ্যায় সাদিও মানে, স্টিভেন জেরার্ড, এদেন হ্যাজার্ড, গ্যারেথ বেলদের কাতারে উঠে এসেছে ফোডেন। এই তথ্য জেনে আরেকটি প্রশ্ন ওঠাও স্বাভাবিক—প্রিমিয়ার লিগে তাহলে সর্বোচ্চ সংখ্যক হ্যাটট্রিক কার?

আরও পড়ুন

সের্হিও ‘কুন’ আগুয়েরো। সিটির হয়ে ১০ মৌসুমে ১২টি হ্যাটট্রিক আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকারের। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালুর পর লিডস ইউনাইটেডের হয়ে এই প্রতিযোগিতায় প্রথম হ্যাটট্রিকটি ফ্রান্সের সাবেক মিডফিল্ডার এরিক ক্যান্টোনার। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত মোট ১৯৭ জন খেলোয়াড় এক ম্যাচে ন্যূনতম ৩টি গোল করেছেন। প্রিমিয়ার লিগে বর্তমান খেলোয়াড়দের মধ্যে হ্যাটট্রিক সংখ্যায় কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। চেলসির রাহিম স্টার্লিং ও সিটির আর্লিং হলান্ডের সমান ৫টি করে হ্যাটট্রিক।

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিকটি এরিক ক্যান্টোনার
এএফপি

প্রিমিয়ার লিগে অভিষেকে হ্যাটট্রিক করা একমাত্র খেলোয়াড় ইতালির সাবেক স্ট্রাইকার ফ্যাব্রিজিও রাভানেল্লি। ১৯৯৬ সালে মিডলসবরোর হয়ে লিভারপুলের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন।

প্রিমিয়ার লিগে এটি ৩২তম মৌসুম চলছে। অপটা অ্যানালিস্ট জানিয়েছে, এই প্রতিযোগিতা শুরুর পর প্রথম ৩০ মৌসুমে ৩৬১টি হ্যাটট্রিক দেখা গেছে। অর্থাৎ মৌসুমপ্রতি প্রায় ১২টি করে হ্যাটট্রিক। তবে প্রিমিয়ার লিগে কেউ এখনো ‘ডাবল’ হ্যাটট্রিক পাননি—মানে ৬ গোল। এক ম্যাচে ৫ গোলের কীর্তি আছে পাঁচজনের—অ্যান্ডি কোল, অ্যালান শিয়ারার, জার্মেইন ডিফো, দিমিতার বারবাতোভ ও আগুয়েরো। ২ মিনিট ৫৬ মিনিটে হ্যাটট্রিক করে প্রিমিয়ার লিগে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড লিভারপুলের সাবেক ফরোয়ার্ড সাদিও মানের।

আরও পড়ুন