সেই ইস্তাম্বুলে দুঃস্বপ্ন লিভারপুলের, হারের সঙ্গে হলুদ কার্ড মরিনিওর

লিভারপুলকে হারানোর পর গালাতাসারাইয়ের উল্লাসছবি: এএফপি

গালাতাসারাই ১–০ লিভারপুল

‘মিরাকল অব ইস্তাম্বুল’ বললেই ফুটবলপ্রেমীদের চোখে ভাসে ২০০৫ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। যে ফাইনালে আক্ষরিক অর্থেই অলৌকিকতার জন্ম দিয়েছিল লিভারপুল। প্রথমার্ধে এসি মিলানের কাছে ৩–০ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখেছিল অলরেডরা।

সেই ইস্তাম্বুলে ২০ বছর পর দুঃস্বপ্নের রাত কাটল লিভারপুলের। তুরস্কের চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের কাছে ১–০ গোলে হেরে গেল ইংল্যান্ডের চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠ র‍্যামস পার্কে ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন গালাতাসারাইয়ের নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন।

ভিক্টর ওসিমেনের গোলে লিভারপুলকে চমকে দিয়েছে গালাতাসারাই
ছবি: এক্স

লিভারপুল কোচ আর্নে স্লট ম্যাচটিকে হালকাভাবে নিয়েছিলেন কি না, কে জানে! নয়তো দলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহকে শুরুতে বসিয়ে রাখার কথা নয়। যদিও স্লট ম্যাচ শেষে জানালেন, সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকাতেই সালাহ বিশ্রামে রাখতে চেয়েছিলেন।

কিন্তু গোল শোধে মরিয়া হয়ে ওঠায় ৬২ মিনিটে সালাহকে নামাতে বাধ্য হন স্লট। একই সময়ে আলোচিত স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককেও নামান। তবে গালাতাসারাইয়ের জমাট রক্ষণের সামনে আজ কেউই কাজের কাজটা করতে পারেননি।

আরও পড়ুন

সম্প্রতি ম্যানচেস্টার সিটি ছেড়ে গালাতাসারাইয়ে যোগ দেওয়া তারকা মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান আজ লিভারপুলকে বড্ড ভুগিয়েছেন। দমিনিক সোবোসলাই, ফ্লোরিয়ান ভির্টৎসদের কেউই স্বাভাবিক খেলা খেলতে পারেননি।

মোহাম্মদ সালাহকে ৬০ মিনিটের বেশি সময় বসিয়ে রাখার খেসারত দিতে হয়েছে লিভারপুলকে
ছবি:এক্স

শেষ দিকে অবশ্য লিভারপুলের পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলন রেফারি। তবে ভিএআর যাচাইয়ের পর সেটি বাতিল হলে লিভারপুলকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

স্ট্যামফোর্ড ব্রিজে মরিনিওর হতাশা

চেলসি ১–০ বেনফিকা

জোসে মরিনিওর সাবেক বনাম জোসে মরিনিওর বর্তমান। চেলসি–বেনফিকা ম্যাচের মূল বিষয়বস্তু ছিল এটি।

স্ট্যামফোর্ড ব্রিজের এই লড়াইয়ে জিতেছে মরিনিওর সাবেক দল চেলসিই। তবে লন্ডনের ক্লাবটি জয়সূচক গোলটা পেয়েছে উপহারস্বরূপ। ম্যাচের ১৮ মিনিটে নিজেদের জালে বল জড়িয়েছেন বেনফিকার রিচার্দ রিওস।

ম্যাচে বেশ কয়েকবার মেজাজ হারিয়ে ফেলেন মরিনিও
ছবি: এক্স/ইএসপিএন

দল ভালো করতে না পারলে বা রেফারির কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে মেজাজ হারিয়ে ফেলা মরিনিওর স্বভাব। ম্যাচের যোগ করা সময়ে তেমন কিছু করে হলুদ কার্ড দেখেছেন মরিনিও।

গ্রিজমানের মাইলফলক

আতলেতিকো মাদ্রিদ ৫–১ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট

কদিন আগে লা লিগায় মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে ৫ গোল দিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে আজ জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকেও ৫ গোল দিয়েছে দিয়েগো সিমিওনের দল।

আতলেতিকো মাদ্রিদের প্রথম ফুটবলার হিসেবে ২০০ গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান
ছবি: এক্স

নিজেদের মাঠ মেত্রোপলিতানোয় আতলেতিকোর পাঁচজন করেছেন ৫ গোল। তৃতীয় গোলটা এসেছে আঁতোয়ান গ্রিজমানের সৌজন্যে। এই গোলে নতুন কীর্তি গড়েছেন ফরাসি ফরোয়ার্ড। আতলেতিকোর প্রথম ফুটবলার হিসেবে ছুঁয়েছেন ২০০ গোলের মাইলফলক।

অন্য ম্যাচগুলোর ফল

কাইরাত আলমাতি ০–৫ রিয়াল মাদ্রিদ

আতালান্তা ২–১ ক্লাব ব্রুগা

পাফোস ১–৫ বায়ার্ন মিউনিখ

বোডো/গ্লিম্ট ২–২ টটেনহাম

ইন্টার মিলান ৩–০ স্লাভিয়া প্রাগ

মার্শেই ৪–০ আয়াক্স