দেম্বেলে বার্সা ছাড়ায় হতাশ জাভি

দেম্বেলের সিদ্ধান্তে হতাশ জাভিছবি : টুইটার

খলনায়ক থেকে নায়ক...আবার খলনায়ক!

বার্সেলোনার জার্সিতে উসমান দেম্বেলের গল্পটা তো এমনই। অনেক সম্ভাবনা নিয়ে ২০১৭ সালে বার্সায় এসেছিলেন। কিন্তু একের পর চোটের আঘাতে প্রথম চার বছরে তাকে বাইরে কাটাতে হয় অনেকটা সময়।

মাঠের বাইরের কিছু কর্মকাণ্ডও ছিল বিতর্কিত। দেম্বেলের অনেক কর্মকাণ্ডে ক্লাব এতটাই ক্ষুব্ধ ছিল যে ফরাসি এই স্ট্রাইকারকে ক্লাব থেকে বেরিয়ে যেতে বলেছিল তারা। তবে সব ভুলে গত মৌসুমে যেন দেম্বেলে বার্সার রসায়ন নতুন করে শুরু হয়েছিল। সেই রসায়ন যে স্থায়ী কিছু ছিল না, সেটাই যেন প্রমাণ হয়েছে দেম্বেলের ক্লাব ছাড়ায়। যে কারণে হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

আরও পড়ুন

জাভির হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ গত মৌসুমে বার্সার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় মোটামুটি অবদান ছিল দেম্বেলের। লিগে ২৫ ম্যাচে ৫ গোলের সঙ্গে করিয়েছিলেন আরও ৭টি। এই ফরাসির ফরোয়ার্ডের প্রতি জাভির তৈরি হয়েছিল অন্যরকম আস্থা। যে কারণে বারবার তাকে প্রশংসাও ভাসিয়েছিলেন তিনি।

স্প্যানিশ সুপার কাপ ট্রফি হাতে উসমান দেম্বেলে, রবার্ট লেভানডভস্কি ও পাবলো গাভি
এএফপি

এই যেমন গত মৌসুমে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের পর জাভি দেম্বেলে সম্পর্কে বলেছিলেন, ‘দেম্বেলে অনেক পরিণত হয়েছে। ও ভয়ংকর একজন ফুটবলার। আমরা সব সময়ই বলি, ডি বক্সের মধ্যে ওর বেশি বেশি শট নেওয়া প্রয়োজন। কারণ ওর ওই সামর্থ্য আছে, ও ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। আমার দেম্বেলের প্রতি বিশ্বাস আছে। ওর সামর্থ্য আছে। আমরা শুধু ওকে আত্মবিশ্বাস দিয়েছি। আমার মনে হয় ওর পজিশনে ও অন্যতম সেরা ফুটবলার।’

আরও পড়ুন

চলতি মৌসুমেও বার্সার প্রকল্পের বড় অংশ ছিলেন দেম্বেলে। যে কারণে জাভি বারবারই বলেছেন দেম্বেলে বার্সায় ভালো আছেন। এমনকি দেম্বেলের বিদায়ের পরও জাভি ঠিক একই সুরে আবার কথা বলেছেন। বার্সায় ভালো থাকার পরও পিএসজিতে যাওয়ার কারণেই হতাশ জাভি।

সংবাদ সম্মেলনে দেম্বেলে প্রসঙ্গে জাভি বলেছেন,  ‘সে ভালো ছেলে, আমাদের অনেক সাহায্য করেছে। দেম্বেলে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিল। আমরাই তাকে গুরুত্বপূর্ণ বানিয়েছে। দিন শেষে এটা অনেক বড় হতাশার বিষয়। কারণ সে ভালো থাকার পরও ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।’

দেম্বেলের ক্লাব ছাড়া ব্যক্তি জাভিকেও হতাশ করেছে, ‘আমরা তাঁর ওপর বাজি ধরেছিলাম, ব্যক্তিগতভাবেও এটা আমার জন্য হতাশার। আমার মনে হয়, এখানে ভালো একটা প্রকল্প ছিল, কিন্তু এরপরও সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য শুভকামনা। তবে সব মিলিয়ে আমি হতাশ।’

২০২৮ সালের জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন  দেম্বেলে।

আরও পড়ুন