দেম্বেলে ৫ বছরের জন্য পিএসজির

২০২৮ সালের জুন পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন উসমান দেম্বেলেছবি : টুইটার

বার্সেলোনা ছেড়ে উসমান দেম্বেলের পিএসজিতে নাম লেখানো সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। দলবদলের মূল্য ও চুক্তির সময়সীমাও জানা ছিল। শুধু প্রয়োজনীয় কাগজপত্র গোছাতে যা একটু দেরি হচ্ছিল। এবার সেটাও সম্পন্ন হলো।

সব আনুষ্ঠানিকতা শেষে পিএসজিতে যোগ দিয়েছেন দেম্বেলে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী উইঙ্গার পাঁচ বছরের চুক্তিতে স্বদেশি ক্লাবে নাম লিখিয়েছেন। তাঁকে পেতে পিএসজিকে দিতে হচ্ছে ৫ কোটি ৪ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৬০৬ কোটি টাকার কিছু বেশি।

আজ নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজি দেম্বেলেকে তাদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। বিবৃতিতে লিখেছে, উসমান দেম্বেলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড় ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি ২৩ নম্বর জার্সি পরে খেলবেন।

আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি ছিল দেম্বেলের। এ বছরের ৩১ জুলাইয়ের মধ্যে অন্য কোনো ক্লাব তাঁকে কিনতে চাইলে দিতে হতো ৫ কোটি ইউরো। তবে ১ আগস্ট সেই রিলিজ ক্লজ দ্বিগুণ বেড়ে হয়ে যায় ১০ কোটি ইউরো। সে হিসেবে দেম্বেলেকে পেতে বার্সাকে পিএসজির বাড়তি টাকাই দেওয়ার কথা।

কিন্তু দলবদলের বাজারে বিশ্বস্ত নাম সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, দেম্বেলেকে নিয়ে আসার প্রক্রিয়াটি ১২ দিন আগেই ‘গোপনে’ সক্রিয় করা হয়েছিল। মানে, ১ আগস্টের আগে। তাই মূল রিলিজ ক্লজ ৫ কোটির সঙ্গে আর ৪ লাখ ইউরো যোগ করে দেম্বেলেকে বার্সার কাছ থেকে ছাড়িয়ে নিতে পেরেছে পিএসজি।  

আরও পড়ুন

নতুন ক্লাবে যোগ দেওয়ার পর দেম্বেলে বলেছেন, ‘প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দিতে পেরে আমি আনন্দিত। নতুন ক্লাবের হয়ে খেলতে তর সইছে না। আমি উন্নতি করার চেষ্টা চালিয়ে যাব। আশা করি ক্লাবের সমর্থকদের গর্বিত করতে পারব।’

পিএসজির সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে কিলিয়ান এমবাপ্পের। জানিয়ে দিয়েছেন, এ মৌসুমের পর আর প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না। তবে জাতীয় দলের সতীর্থ দেম্বেলেকে ক্লাব সতীর্থ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পে লিখেছেন, ‘ঘরে স্বাগত, ভাই। তোমাকে এখানে দেখতে পেরে খুব খুশি। অভিযান শুরু!’

লিওনেল মেসি মৌসুম শেষ হতেই পিএসজি ছেড়েছেন। এমবাপ্পেও পিএসজি ছাড়তে পারেন গ্রীষ্মকালীন দলবদলেই। মাউরো ইকার্দিকে তো কদিন আগে নিজেরাই গালাতাসারাইয়ের কাছে বিক্রি করেছে। নেইমারকেও নতুন ঠিকানা খুঁজে নিতে বলেছে কাতারি আমিরের মালিকানাধীন ক্লাবটি।

পিএসজিকে তাই আগামী মৌসুমের দল গোছাতে বিশ্বমানের ফরোয়ার্ডের সন্ধানে নেমে পড়তে হয়েছে। দেম্বেলেকে এনে আক্রমণভাগকে শক্তিশালী করে তোলার কাজটা ভালোভাবেই করে চলেছে তারা। এর আগে রিয়াল মাদ্রিদ থেকে মার্কো আসেনসিও, মায়োর্কা থেকে দক্ষিণ কোরিয়ার তরুণ উইঙ্গার লি কাং ইন ও বেনফিকা থেকে ধারে গনসালো রামোসকে নিয়ে এসেছে দলটি।

দেম্বেলেকে বার্সায় রেখে দিতে চেয়েছিলেন কোচ জাভি
ছবি : টুইটার

২০১৭ সালে ১৩ কোটি ৫০ লাখ ইউরোর বিনিময়ে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। কাতালান ক্লাবটির হয়ে ৬ বছরে জিতেছেন ৭টি শিরোপা। তবে আকাশছোঁয়া দামের প্রতিদান সেভাবে দিতে পারেননি দেম্বেলে। প্রায় প্রতি মৌসুমেই চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে।

আরও পড়ুন

কোচ জাভি হার্নান্দেজ তবু দেম্বেলেকে রেখে দিতে চেয়েছিলেন। কিন্তু স্প্যানিশ সাংবাদিক জেরার্দ রোমেরো দাবি করেন, বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে দেম্বেলের এজেন্ট মুসা সিসোকোর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দেম্বেলেকে ধরে রাখার ব্যাপারে তাই কোনো আলোচনাই করতে চাননি লাপোর্তা।