ম্যান সিটির দুই পর্তুগিজ তারকাকে বার্সায় চান জাভি

জোয়াও কানসেলো ও বের্নার্দো সিলভাছবি: টুইটার

দলবদলে এবার ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বার্সেলোনা। দলবদলের কার্যক্রম শুরুর প্রথম দিকেই সিটির অন্যতম সেরা তারকাদের একজন ইলকায় গুন্দোয়ানকে দলে ভেড়ায় বার্সা। তবে সিটি খেলোয়াড়দের নিয়ে বার্সা কোচ জাভি হার্নান্দেজের আগ্রহ গুন্দোয়ানকে দিয়েই শেষ হয়ে যায়নি। এরপর বের্নার্দো সিলভাও বার্সায় যাওয়ার সম্ভাবনার কথাও সামনে আসে। এখন নতুন খবর হচ্ছে ধারে সিলভা ও জোয়াও কানসেলোকে দলে ভেড়াতে চায় বার্সা। এ দুজনকে ধারে কেনার জন্য এরই মধ্যে সিটির কাছে প্রস্তাবও পাঠিয়েছে বার্সা কর্তৃপক্ষ।

এবারের দলবদলে বার্সা ছাড়ার পথে আছেন উসমান দেম্বেলে। পাঁচ কোটি ইউরোতে তাঁর বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার কথা। নথিপত্রসংক্রান্ত জটিলতায় আটকে না গেলে এর মধ্যে হয়তো দেম্বেলের ক্লাব ছাড়ার চূড়ান্ত ঘোষণাও চলে আসত। আগেই এই ফরাসি তারকার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। যদিও জাভির চাওয়া ছিল দেম্বেলে থেকে যাক।

আরও পড়ুন

কিন্তু দেম্বেলে নিজেই নাকি পিএসজিতে যেতে চান। এ পরিস্থিতিতে দেম্বেলের বিকল্প হিসেবে কার্যকর উইঙ্গারের খোঁজ করছে বার্সা। যেখানে জাভির প্রথম পছন্দ নাকি সিলভা। আপাতত ধারে আনলেও সিটিকে দেওয়া প্রস্তাবে বার্সা একটি ধারা অন্তর্ভুক্ত করেছে বলেও জানা গেছে। যে ধারা অনুযায়ী ২০২৩-২৪ মৌসুমে এই পর্তুগিজ তারকাকে সাত কোটি ইউরোতে কিনতে বাধ্য থাকবে। সিলভার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে সিটির।

এরই মধ্যে গুন্দোয়ানকে হারিয়েছে সিটি। ক্লাবটিকে বিদায় জানিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছেন রিয়াদ মাহরেজও। শোনা যাচ্ছে কাইল ওয়াকারও নাকি ক্লাব ছাড়তে পারেন। এমন পরিস্থিতিতে সিলভাকে সিটি ছাড়তে চায় না। সিলভা যদি এবারের দলবদলে সিটি ছাড়ে, তা সিটির জন্য বড় ধাক্কায় হবে।

দুই পর্তুগিজ তারকাকে কি একই ক্লাবে আর দেখা যাবে
ছবি: টুইটার

তাঁকে ধরে রাখা নিয়ে সিটি কোচ গার্দিওলা বলেছেন, ‘সাত বছর ধরে আমরা একসঙ্গে এখানে কাজ করছি। সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আশা করি সে থাকবে।’ এর মধ্যে বার্সাকে নিরাশ করে সিটির সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন সিলভা। মূলত বার্সার আর্থিক অবস্থা নিয়ে শঙ্কার কারণে নাকি যেতে চান না এই পর্তুগিজ তারকা। বার্সা অবশ্য শুধু সিলভাকেই নয়, সিটি থেকে নিতে চায় কানসেলোকেও। এই পর্তুগিজ ফুলব্যাককে দলে পাওয়া হয়তো বার্সার জন্য খুব কঠিন হবে না।

সিটির কোচ গার্দিওলার সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্কটা ভালো যাচ্ছে না কানসেলোর। গত মৌসুমে ম্যাচ টাইম না পাওয়ায় ক্ষোভ দেখিয়ে গার্দিওলার সঙ্গে দ্বন্দ্বে জড়ান কানসেলো, যার ফলাফলস্বরূপ একপর্যায়ে ক্লাব ছাড়তে হয় তাঁকে। ধারে চলে যান বায়ার্ন মিউনিখে। এখন সিটিতে থেকে গেলেও সামনের দিনগুলোয় তাঁর দলে থিতু হওয়ার সম্ভাবনা কম।

আরও পড়ুন

এমন পরিস্থিতিতে বার্সার প্রস্তাব সিটি এবং কানসেলো দুই পক্ষের জন্যই সুসংবাদ হয়ে আসার কথা। এর আগে বায়ার্নে ধারে যাওয়ার আগেও কানসেলোকে নিতে আগ্রহী ছিলেন জাভি। সে সময় তাঁকে নিতে না পারায় নিজের হতাশার কথাও বলেছিলেন বার্সা কোচ। তখন না পারলেও এখন সুযোগ আছে কানসেলোকে নেওয়ার। এখন শেষ পর্যন্ত এই দুই পর্তুগিজকে সিটি বার্সার কাছে ছাড়ে কি না, সেটাই দেখার অপেক্ষা।

এবারের দলবদলে সিটির খেলোয়াড়দের নিয়ে জাভির আগ্রহও অবশ্য বেশ চোখে পড়ার মতোই। একসময় জাভি নিজেও গার্দিওলার অধীন খেলেছেন। বার্সার হয়ে সে সময় সম্ভাব্য সবকিছু জিতেছিলেন তাঁরা। হয়তো কোচিং–দর্শন ও খেলার ধরনের মিল থাকার কারণেই সিটি খেলোয়াড়দের দলে টানার ব্যাপারে বিশেষভাবে আগ্রহ দেখাচ্ছেন জাভি।

আরও পড়ুন

১১ আগস্ট বার্নলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে গার্দিওলার সিটি। সেই ম্যাচে সিলভা ও কানসেলো থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। সবশেষ আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ডের লড়াইয়ে সিলভাকে একাদশেই রেখেছিলেন গার্দিওলা। কিন্তু কানসেলো এই ম্যাচের স্কোয়াডেই ছিলেন না।