লেভার পরামর্শ নিয়েই বার্সায় গুন্দোয়ান

বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে পরিবার নিয়ে ইলকায় গুন্দোয়ানছবি: এএফপি

গত ২৬ জুন ইলকায় গুন্দোয়ানকে সই করানোর ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। জার্মান মিডফিল্ডারকে আজ নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিল কাতালান ক্লাবটি। প্রথম দিনেই গুন্দোয়ান জানিয়েছেন, তাঁর বার্সায় যোগ দেওয়ার পেছনের গল্প।

আরও পড়ুন

গত জুনে প্রীতি ম্যাচে জার্মানিকে হারিয়েছিল পোল্যান্ড। গত ৯০ বছরের মধ্যে জার্মানির বিপক্ষে এটি ছিল পোল্যান্ডের দ্বিতীয় জয়। সে ম্যাচে গুন্দোয়ানের সঙ্গে কথা বলেছিলেন পোল্যান্ড ও বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। গুন্দোয়ানকে তখন লেভা বার্সায় আসার কথা বলেছিলেন। কাতালান ক্লাবটিকে এলে গুন্দোয়ানের ভালোই হবে বলে মন্তব্য করেছিলেন পোলিশ তারকা।

ম্যানচেস্টার সিটি ছেড়ে গুন্দোয়ান এখন বার্সার
ছবি: এএফপি

বার্সার খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে গুন্দোয়ান বলেছেন, ‘ছুটির দিনগুলোর আগে দীর্ঘ সময় কথা হয়েছে (লেভার সঙ্গে)। আমরা পোল্যান্ডের মুখোমুখি হয়েছিলাম। লেভানডফস্কি আমাকে ম্যাচ শেষে কথা বলতে বলেছিল। (ম্যাচ শেষে) সে আমাকে বার্সেলোনা নিয়ে বলেছে। এই শহর, এখানকার জীবন নিয়ে আমার সঙ্গে কথা বলার সময় তার চোখ চকচক করছিল। নিজে সিদ্ধান্ত নিতে আমার তাকে প্রয়োজন পড়েনি কিন্তু তার বার্তাগুলো আমাকে অনেক সাহায্য করেছিল।’

আরও পড়ুন

বার্সায় গুন্দোয়ানের আরেক জাতীয় দল সতীর্থ গোলকিপার মার্ক আন্দ্রে টের–স্টেগেনও আছেন। তিনিও বার্সায় আসার কথা বলেছেন গুন্দোয়ানকে, ‘তার (লেভা) কথাগুলো খুব শক্তিশালী ছিল। মার্ক আন্দ্রে টের–স্টেগেনও আমাকে লিখেছে। আমি অবশ্য তাদের কথা শুনেই এখানে আসিনি, যে সিদ্ধান্ত আমি আগেই নিয়ে রেখেছিলাম, সে বিষয়ে তারা আমাকে সহায়তা করেছে।’

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে ক্যাম্প ন্যুকে নতুন ঠিকানা বানিয়েছেন গুন্দোয়ান। দুই মৌসুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে বার্সা, যেটির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। ফ্রি ট্রান্সফার হওয়ায় এই দলবদলে বার্সার কোনো টাকা খরচ হচ্ছে না। ক্লাবটিতে চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবেন গুন্দোয়ান। চুক্তি সইয়ের সময় নিজেদের সাইটে বার্সা জানিয়েছিল, ৩২ বছর বয়সী এই তারকার বাই-আউট ক্লজ নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ইউরো।