ম্যান সিটি ছেড়ে বার্সায় আসার কারণ জানালেন গুন্দোয়ান

ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় আসা ইলকাই গুন্দোয়ানছবি: টুইটার

কয়েক মৌসুম ধরে ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে ছিলেন ইলকায় গুন্দোয়ান। গত মৌসুমেও ক্লাবটির ট্রেবল জয়ের অন্যতম সারথি ছিলেন এই জার্মান মিডফিল্ডার। কিন্তু দলবদলের শুরুতেই সিটি ছেড়ে গুন্দোয়ান পাড়ি জমিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়।

পেপ গার্দিওলা ও সিটি চেষ্টা করেও ধরে রাখতে পারেনি তাঁকে। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে বার্সায় যাওয়া গুন্দোয়ান এবার জানিয়েছেন নিজের দলবদলের কারণ। পাশাপাশি স্প্যানিশ ক্লাবটির হয়ে দারুণ কিছু করার প্রত্যাশার কথাও বলেছেন গুন্দোয়ান।

আরও পড়ুন

২০১৬ সালে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যান সিটিতে আসেন গুন্দোয়ান। বরুসিয়ার হয়ে লিগ শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছেন এই জার্মান তারকা। সিটিতে এসে দ্রুত গার্দিওলার অন্যতম অস্ত্রও হয়ে উঠেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। গত ৭ বছরে সিটির হয়ে ৫টি প্রিমিয়ার লিগ শিরোপা, ১টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লিগ কাপ এবং ২টি এফএ কাপ জেতাতেও দারুণ অবদান রেখেছেন এই মিডফিল্ডার। তবে নতুন কিছু করার চ্যালেঞ্জ নিতে শেষ পর্যন্ত নিজের সেরা ছন্দে থাকার সময়েই সিটিকে বিদায় বলে দিলেন গুন্দোয়ান।

সম্প্রতি বার্সা সমর্থকদের শুভেচ্ছা বার্তা দিয়ে গুন্দোয়ান বলেছেন, ‘আমি ইলকায় গুন্দোয়ান। শেষ পর্যন্ত বার্সেলোনায় এবং আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি দারুণ আনন্দিত। আমি একটি রোমাঞ্চকর মৌসুমের অপেক্ষায় আছি। নিজের প্রথম ম্যাচ খেলার জন্য আমার তর সইছে না।’

সিটি ছেড়ে বার্সায় আসার অনুভূতি কেমন তা ব্যাখ্যা করতে গিয়ে গুন্দোয়ান বলেছেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমি মনে করতে পারি শৈশবে বার্সার খেলা দেখার কথা। বার্সাকে পেপ এবং (ফ্রাঙ্ক) রাইকার্ডের অধীন খেলতে দেখেছি। তখন থেকেই আমি ক্লাবটিকে সব মৌসুমে অনুসরণ করে আসছি। অবশ্যই, আমি এখানে কয়েকবার এসেছি। এখানকার মাঠে এসেছি। আমি এখানে খেলেছি এবং দর্শক হিসেবেও এখানে এসেছি। এখন আমি এই ক্লাবের অংশ হতে পেরে আনন্দিত এবং গর্বিত।’

আরও পড়ুন

২০০৮ সালে পেশাদার ফুটবলের পথে যাত্রা শুরু করেন গুন্দোয়ান। আর এখন যখন বার্সায় যোগ দিয়েছেন তখন তাঁর ঝুলিতে আছে প্রায় ১৫ বছরের অভিজ্ঞতা। নিজের সেই অভিজ্ঞতা দিয়ে তরুণ খেলোয়াড়দের সাহায্য করতেই বার্সায় এসেছেন বলে জানান গুন্দোয়ান।

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমার প্রত্যাশা এখানে দারুণ ফুটবল হবে। আমার ধারণা, এই দলের অনেক সম্ভাবনা আছে। আমাদের স্কোয়াডটি অনেক তরুণ। আমার মনে হয়, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে দলের তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে পারব। যা দলকে আরেকটি ধাপে এগিয়ে নিয়ে যাবে। ভিতটা এখানে উপস্থিত আছে, সম্ভাবনাও আছে। আগামী মৌসুমে আমাদের শুধু সেটাকে তুলে ধরতে হবে। আর এ জন্যই আমি বার্সায় এসেছি। আমি ক্লাবের প্রতি পুরোপুরি উজ্জ্বীবিত এবং নিবেদিত আছি।’

দলবদলে গুন্দোয়ান ছাড়া ইনিগো মার্তিনেজকেও ফ্রি এজেন্ট হিসেবে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এর মধ্যে ব্রাজিলের ‘নতুন রোনালদো’ খ্যাত ভিতর রকির সঙ্গেও চুক্তির ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে ক্লাবটি। জাভি অবশ্য কয়েক দিন আগে আরও কিছু খেলোয়াড়কে দলের ভেড়ানোর কথা বলেছিলেন। শোনা যাচ্ছে গুন্দোয়ানের সিটি সতীর্থ বের্নার্দো সিলভাকে কিনতে স্প্যানিশ ক্লাবটির মাঠে নামার গুঞ্জনও। তবে শেষ পর্যন্ত আগামী মৌসুমের জন্য বার্সার কেমন স্কোয়াড তৈরি করতে হবে, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

এদিকে প্রাক্‌ মৌসুম ট্যুর ম্যাচে মাঠে নামার প্রস্তুতিও নিতে শুরু করেছে বার্সা। আগামী রোববার প্রাক্‌ মৌসুম ট্যুরের প্রথম ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে খেলবে বার্সা। এরপর ২৭ জুলাই বার্সা খেলবে আর্সেনালের বিপক্ষে। ৩০ জুলাই এল ক্ল্যাসিকোতে বার্সার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আর ২ আগস্ট বার্সা খেলবে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে।