কাকা প্রস্তুত ব্রাজিল জাতীয় দলের জন্য

ব্রাজিলের কিংবদন্তি কাকাইনস্টাগ্রাম

কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার তথ্যটি জানিয়েছিলেন সিএনএন ব্রাজিলের সঞ্চালক বেঞ্জামিন ব্যাক। ব্রাজিল জাতীয় দলে নিজের সহকারী হিসেবে আনচেলত্তি নাকি কাকাকে নিয়ে আসতে চান। দুই পক্ষের মধ্যে এ নিয়ে নাকি যোগাযোগও হয়েছে। সংবাদমাধ্যমে তখন বিষয়টি গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও এখন আর তা নেই। কারণ, কাকা নিজেই এ নিয়ে কথা বলেছেন।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার বলেছেন, সুযোগ পেলে তিনি ২০২৬ বিশ্বকাপে দেশকে সাহায্য করতে ‘প্রস্তুত’।

আরও পড়ুন

এসি মিলানে আনচেলত্তির অধীনে চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি সিরি ‘আ’ জিতেছেন কাকা। ব্যালন ডি’অরও জিতেছেন এই ইতালিয়ান কোচের অধীনেই। ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলা ৪৩ বছর বয়সী কাকার সঙ্গে আনচেলত্তির বোঝাপড়াও ভালো। সম্ভবত এই ভরসাতেই কাকা বলেছেন, তিনি নিজের কোচিং অভিজ্ঞতা সমৃদ্ধ করছেন এবং ব্রাজিল জাতীয় দলে ভূমিকা রাখতে চান।

ব্রাজিলের ইউটিউব চ্যানেল ‘কেজ টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেছেন, ‘(জাতীয়) দল যদি মনে করে আমি কোনোভাবে সাহায্য করতে পারি, আমার মনে হয় সে সময়টা এখনই। আমি প্রস্তুত।’

এসি মিলানে আনচেলত্তির অধীনে দারুণ সময় কেটেছে কাকার
রয়টার্স

কাকা এরপর নিজের সম্বন্ধে বলেছেন, ‘২০১৭ সালে খেলা ছেড়েছি। তার পর থেকেই নিজেকে প্রস্তুত করতে চেয়েছি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে স্পোর্টস বিজনেসের ওপর কোর্স করেছি। সিবিএফে (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) কোচিং কোর্স করেছি এবং বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে অভিজ্ঞতাও আছে। সুযোগ পেলে আমি ব্রাজিল জাতীয় দলকে সেবা দিতে প্রস্তুত।’

আরও পড়ুন

১২ মে জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তির নাম ঘোষণা করে সিবিএফ। রিয়াল মাদ্রিদ ছেড়ে ২৬ মে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আনচেলত্তির। তবে মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। আপাতত আনচেলত্তির সামনে প্রথম দায়িত্ব হলো ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পাইয়ে দেওয়া।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৬ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১১ জুন তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে চতুর্থ ব্রাজিল।

আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা এরই মধ্যে নিশ্চিত করলেও ব্রাজিলকে অপেক্ষা করতে হচ্ছে। বিশ্বকাপের পরিবর্তিত কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে ছয়টি দেশ। সপ্তম দলটিকে প্লে–অফ খেলে আসতে হবে।