সৌদি আরব ছেড়ে রোনালদো কি তাহলে ব্রাজিলেই যাচ্ছেন

ক্রিস্টিয়ানো রোনালদোইনস্টাগ্রাম

আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন। নতুন চুক্তি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো বার্তা পাওয়া যায়নি। এর মধ্যে সামনে এসেছে রোনালদোর ক্লাব বদলানোর গুঞ্জনও।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের একটি ক্লাবের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন রোনালদো। যদিও কোন ক্লাবের কাছ থেকে রোনালদো এই প্রস্তাব পেয়েছেন, তা উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।

ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে চারটি ক্লাব। যেখানে ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো এবং পালমেইরাসের সঙ্গে আছে বোতাফোগোও। যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন শুরু হবে টুর্নামেন্টটি এবং শেষ হবে ১৩ জুলাই।

আরও পড়ুন

এরই মধ্যে রোনালদোর ব্রাজিলে যাওয়া নিয়ে কথা বলেছেন বোতাফোগোর পর্তুগিজ কোচ রেনাতো পাইভা। তিনি বলেছেন, ‘বড়দিন তো শুধু ডিসেম্বরেই আসে...কিন্তু যদি সে আসে, তাহলে এমন একজন তারকাকে না বলা যায় না। আমি কিছু জানি না, শুধু প্রশ্নের উত্তর দিচ্ছি। তবে যেমনটা বলেছি, কোচরা সব সময় সেরা খেলোয়াড়কেই চান।’

আল নাসরে বড় কিছু জেতা হয়নি রোনালদোর
এএফপি

রোনালদোকে গোলমেশিন উল্লেখ করে রেনাতো পাইভা আরও যোগ করেন, ‘বয়স হওয়া সত্ত্বেও এখনো সে গোল করার মেশিন। এমন কোনো দলে যেখানে একের পর এক সুযোগ তৈরি হয়, সেখানে সে ভালো খেলবে।’ কোন ক্লাব—এই প্রশ্নের উত্তর যে শুধু বোতাফোগোর মার্কিন মালিক জন টেক্সটরই দিতে পারবেন সেই ইঙ্গিত দিয়ে ক্লাবটির কোচ বলেছেন, ‘এই প্রশ্নের উত্তর আসলে অন্য ভাষায় দেওয়া উচিত।’

আরও পড়ুন

২০২৩ সালের শুরুতে আলোড়ন তুলে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো। এরপর ব্যক্তিগত অর্জনে সমৃদ্ধ হলেও ক্লাবকে বড় কোনো শিরোপা জেতাতে পারেননি ৪০ পেরোনো ‘সিআর সেভেন।’ এই পরিস্থিতিতে তাঁর আল নাসর ছাড়ার গুঞ্জন উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তবে শেষ পর্যন্ত রোনালদোর ভবিষ্যৎ গন্তব্য কী হবে, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।