ভিসা মিলেছে, আবাহনী কলকাতা যাচ্ছে আগামীকাল

অনুশীলনে আবাহনীর খেলোয়াড়েরাছবি: আবাহনীর ফেসবুক পেজ

কখন পাওয়া যাবে ভারতের ভিসা, উৎকণ্ঠা নিয়ে ক্ষণ গুনছিল আবাহনী ফুটবল দল। ২২ আগস্ট ম্যাচ, বিকেল পাঁচটা পর্যন্ত ভিসা মেলেনি তাদের। পুরো দলই অবশ্য তৈরি ছিল ভিসা পাওয়ামাত্রই সন্ধ্যায় কলকাতার ফ্লাইটে চেপে বসতে।

বিকেল পাঁচটা নাগাদ ভারতের ভিসা পেলেও হাতে সময় না থাকায় আজ আর কলকাতায় যাওয়া হয়নি তাদের। মোহনবাগানের সঙ্গে এএফসি কাপের প্লে–অফ ম্যাচের আগের দিন কলকাতায় যেতে হচ্ছে আকাশি-নীলদের। তা–ও দুই ভাগে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ৭টা ও দুপুর সাড়ে ১২টায় দুই ভাগে কলকাতায় যাবে আকাশি-নীলেরা।

আরও পড়ুন

আবাহনীর জন্য স্বস্তির, দুই নাইজেরিয়ানসহ আবাহনীর আট বিদেশির সবারই ভিসা হয়েছে। সাত বিদেশির দলের সঙ্গী হওয়া নিশ্চিত। একমাত্র ব্রাজিলিয়ানকে নেওয়া হবে কি না, ঠিক হয়নি। ওদিকে খবর রটেছে, আবাহনীর নতুন চার বিদেশির নিবন্ধন সঠিকভাবে হয়নি অভিযোগ তুলে তা এএফসির নজরে আনতে পারে মোহনবাগান।

এএফসি কাপের ম্যাচে খেলতে কলকাতা যাবে আবাহনী
ছবি: আবাহনীর ফেসবুক পেজ

তবে রোববার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তেমন অভিযোগ মোহনবাগান করেছে কি না, জানা যায়নি। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু অবশ্য বলেছেন, সঠিক নিয়মেই বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে আবাহনী। ফলে বিদেশিদের নিয়ে অভিযোগ জানানোর কিছু নেই।

আরও পড়ুন

কলকাতায় পৌঁছে কাল বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচের ভেন্যু যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করবে মারিও লেমোসের দল। একই মাঠে পরশু সন্ধ্যা সাড়ে সাতটায় এএফসি কাপের প্লে-অফে মুখোমুখি হবে দুই বাংলার ঐতিহ্যবাহী দুই দল।

জয়ী দল উঠবে এএফসি কাপের গ্রপ পর্বে। ২০১৭ থেকে এএফসি কাপে মোহনবাগানের সঙ্গে এটি আবাহনীর চতুর্থ লড়াই। নিজেদের মাঠে আগে দুবার ৩-১ গোলে জিতেছে মোহনবাগান। ঢাকায় অন্য একটি ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।