রিয়াল–লিভারপুলের হোঁচট, আরও নির্ভার ইন্টার-পিএসজি

লিভারপুলকে হারানোর পর উদ্‌যাপনে ক্যামেরাম্যান বনে যান আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ডএএফপি
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল আর স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ—দুই লিগের শীর্ষস্থানে থাকা দুই দল সপ্তাহের শেষ ম্যাচে পয়েন্ট খুইয়েছে। অপর দিকে গত এক সপ্তাহে সিরি আ ও লিগ ‘আঁ’র শিরোপাদৌড়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ইন্টার মিলান ও পিএসজি। জার্মানির বুন্দেসলিগায় অবশ্য বায়ার লেভারকুসেন আর বায়ার্ন মিউনিখের মধ্যে সমানতালে দৌড় চলছেই। ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে গত সাত দিনের হালচাল দেখুন একঝলকে—

লিভারপুলের হোঁচট, সিটির সুযোগ

গত সাত দিনে প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলেছে লিভারপুল। এর মধ্যে চেলসির বিপক্ষে ৪–১ ব্যবধানে জিতলেও রোববার আর্সেনালের কাছে ৩–১ ব্যবধানে হেরে গেছে ইয়ুর্গেন ক্লপের দল। এই হারে লিভারপুল শীর্ষস্থানচ্যুত না হলেও ১ নম্বরে উঠে আসার সুযোগ তৈরি হয়েছে ম্যানচেস্টার সিটির। ২৩ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ৫১। সর্বশেষ তিনবারের চ্যাম্পিয়নরা ৫ পয়েন্ট পেছনে থাকলেও ম্যাচ খেলেছে দুটি কম। যদিও লিভারপুলকে হারানোর পর ট্রফি জয়ের আশাবাদ শুনিয়েছেন আর্সেনাল কোচ মিকেল আরতেতাও।

জিরোনার পর পয়েন্ট খোয়াল রিয়ালও

আগের সপ্তাহের শেষে রিয়াল জিরোনার চেয়ে ১ পয়েন্ট পেছনে থাকলেও ম্যাচ একটি কম খেলেছিল। তবে গত সপ্তাহে জিরোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে কার্লো আনচেলত্তির দল। জিরোনা লিগে তাদের ম্যাচে গোলশূন্য ড্র করায় রিয়ালের সামনে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সপ্তাহের শেষ দিনে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১–১ গোলে ড্র করে রিয়ালও পয়েন্ট খুইয়েছে। অবশ্য সমান ২৩ ম্যাচ করে খেলার পর দুই পয়েন্ট এগিয়েই আছে আনচেলত্তির দল।

ব্যবধান বাড়িয়ে নিল ইন্টার মিলান

ইতালির সিরি ‘আ’য় শিরোপার লড়াইয়ে ইন্টার মিলানের মূল প্রতিদ্বন্দ্বী জুভেন্টাস। এ সপ্তাহে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ইন্টারকে টপকে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল জুভেন্টাসের সামনে। কিন্তু রোববার রাতে সান সিরোতে ১–০ ব্যবধানে হেরে গেছে জুভেন্টাস, তা–ও আত্মঘাতী গোলে। ইন্টার এগিয়ে এখন ৪ পয়েন্টে, জুভেন্টাসের চেয়ে ম্যাচ একটি কম খেলেই।

আরও পড়ুন

জার্মানিতে কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান

বুন্দেসলিগায় শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার লেভারকুসেন। তবে জাবি আলোনসোর দলকে চাপের মধ্যেই রেখেছে বায়ার্ন মিউনিখ। লেভারকুসেন ডার্মস্টাডকে ২–০ ব্যবধানে হারানোর পর বায়ার্ন গ্লাডবাখকে হারিয়েছে ৩–১ ব্যবধানে। সপ্তাহ শেষে দুই দলের ব্যবধান আগের মতোই ২ পয়েন্টের।

ট্রফির স্বপ্ন দেখতেই পারে পিএসজি

ফ্রেঞ্চ লিগের শীর্ষ দুই দল ম্যাচ খেলেছে একটি করে। তাতে দুইয়ে থাকা নিস ব্রেস্তের সঙ্গে গোলশূন্য ড্র করলেও পিএসজি স্ত্রাসবুর্গকে হারিয়েছে ২–১ গোলে। অর্থ্যাৎ, দুই দলের পয়েন্ট ব্যবধান এখন ৬ থেকে বেড়ে ৮ হয়েছে। ৩৪ ম্যাচের লিগে পিএসজি এখন শিরোপার স্বপ্ন দেখতেই পারে।

আরও পড়ুন