চেলসির ড্রেসিংরুমে বোয়েলির বক্তৃতা, আনচেলত্তি বললেন, ‘গুড মুভ’

চেলসির মালিক টড বোয়েলিছবি: টুইটার

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের আগে চেলসি খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। প্রথম লেগে রিয়ালের মাঠ থেকে ২–০ গোলে হেরে আসা চেলসি নিজেদের সর্বশেষ ম্যাচেও হেরেছে ব্রাইটনের কাছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে ২–১ গোলে সেই হারের পর চেলসির ড্রেসিংরুমে গিয়েছিলেন ক্লাবটির মালিক টড বোয়েলি। খেলোয়াড়দের সঙ্গে কথা বলার ফাঁকে বোয়েলি নাকি এক সিনিয়র খেলোয়াড়ের সমালোচনাও করেন। ব্রাইটনের কাছে হারকে বোয়েলি উল্লেখ করেছেন ‘বিব্রতকর’ হিসেবে।

নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে রিয়ালের বিপক্ষে আজ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামবে চেলসি। এ ম্যাচের আগে বোয়েলির ড্রেসিংরুমে গিয়ে সিনিয়র খেলোয়াড়ের সমালোচনা করা আর ব্রাইটনের কাছে হারকে বিব্রতকর বলার প্রভাব কি পড়বে মাঠের লড়াইয়ে?

প্রশ্নটি করা হয়েছিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে। এই প্রশ্নের উত্তরে আনচেলত্তি বলেছেন, ‘মালিকের কাছ থেকে (এমন কথা) খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পারে। চেলসির সময়টা ভালো যাচ্ছে না। আমি মনে করি, সমর্থন পেলে খেলোয়াড়েরা আরও ভালো খেলার অনুপ্রেরণা পাবে।’

আনচেলত্তি এরপর যোগ করেন, ‘আমি মনে করি, এটা ভালো একটা উদ্যোগ ছিল। ক্লাবমালিককে যদি খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে আসতে চায়, তাতে আমার কোনো সমস্যা নেই।’