পর্তুগাল দলে ভবিষ্যৎ? রোনালদোর সঙ্গে বসেই ঠিক করবেন মার্তিনেজ

পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্তিনেজ।ছবি: এএফপি

বিবিসি কালই জানিয়েছিল, পর্তুগাল জাতীয় দলের কোচের দায়িত্ব নিচ্ছেন রবার্তো মার্তিনেজ। আজ বিষয়টি আনুষ্ঠানিক হলো। ৪৯ বছর বয়সী এই স্প্যানিশকে নিজেদের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পর্তুগাল। এরপর অবধারিতভাবেই যে প্রশ্নটি ওঠার কথা, সেটাই উঠেছে। পর্তুগাল দলে ৩৭ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ কী? মার্তিনেজ জানিয়েছেন, রোনালদোর সঙ্গে বসে এই বিষয় নিয়ে তিনি কথা বলবেন।

আরও পড়ুন

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর বেলজিয়াম কোচের দায়িত্ব ছাড়েন মার্তিনেজ। ছয় বছর রোমেলু লুকাকু-কেভিন ডি ব্রুইনাদের দায়িত্বে ছিলেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার। মার্তিনেজ তখন বলেছিলেন, বেলজিয়াম বিশ্ব চ্যাম্পিয়ন হলেও তিনি কোচের দায়িত্ব ছাড়তেন। সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। মার্তিনেজের অধীনে বেলজিয়ামের ‘সোনালি প্রজন্ম’ কিছু জিততে না পারলেও বেশ ভালো করেছিল। তিন বছরের বেশি সময় ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছিল মার্তিনেজের বেলজিয়াম।

কাঁদতে কাঁদতে বিশ্বকাপ থেকে বেরিয়ে গিয়েছিলেন রোনালদো
ছবি: রয়টার্স

পর্তুগাল কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে। এরপরই দলটির কোচের দায়িত্ব ছাড়েন ফার্নান্দো সান্তোস। তাঁর অধীনে ২০১৬ ইউরো ও ২০১৯ উয়েফা নেশনস কাপ জিতেছে পর্তুগাল। কিন্তু কাতার বিশ্বকাপে তাঁর কিছু সিদ্ধান্ত সমালোচিত হয়। বিশেষ করে, বিশ্বকাপের শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে রোনালদোকে প্রথম একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও সমালোচনা দুটোই হয়। এ নিয়ে সান্তোসের সঙ্গে তখন নাকি মনোমালিন্যও হয়েছিল রোনালদোর।

বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। যেহেতু জাতীয় দলে নতুন কোচ এসেছেন; রোনালদোর মতো তারকা এবং তাঁর বয়সও ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়েছে—মার্তিনেজকে তাই অবধারিতভাবেই রোনালদোকে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো, ‘বিশ্বকাপ স্কোয়াডে থাকা ২৬ খেলোয়াড়ের সঙ্গেই আমি যোগাযোগ করতে চাই...ক্রিস্টিয়ানো রোনালদোও এই তালিকার খেলোয়াড়।’ মার্তিনেজ জানিয়েছেন, তিনি ‘অফিসে নয়, মাঠে এসব সিদ্ধান্ত নেবেন।’

আরও পড়ুন

পর্তুগালের দায়িত্ব নেওয়া নিয়ে মার্তিনেজ বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা কিছু প্রতিভা আছে, এমন একটি জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। ফেডারেশন সভাপতির সঙ্গে প্রথম কথা বলার সময়ই বুঝতে পেরেছি, তাদের প্রকল্পটা খুব রোমাঞ্চকর হবে।’ মার্তিনেজকে নিয়োগ দিয়ে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো গোমেজ বলেছেন, ‘জাতীয় দলের জন্য এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত।’