কোচের অনুরোধে অবসর ভেঙে জার্মানিতে ফিরছেন টনি ক্রুস

জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জিতেছেন টনি ক্রুসএএফপি

অবসরের তিন বছর পর জার্মানি জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন টনি ক্রুস। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার জানিয়েছেন, জার্মানি কোচ ইউলিয়ান নাগলসমান তাঁকে দলে ফিরতে অনুরোধ জানিয়েছেন।

আগামী জুন–জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্ট সামনে রেখে আগামী মাসে জার্মানির প্রীতি ম্যাচের দলে ফিরতে যাচ্ছেন ক্রুস।

২০২১ ইউরোর পরই ক্রুস জার্মানিকে বিদায় বলেছিলেন। সে আসরে ইংল্যান্ডের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল জার্মানি। ২০১৪ বিশ্বকাপজয়ী ক্রুস অবসর নেওয়ার কারণে ২০২২ বিশ্বকাপে খেলেননি। জাতীয় দলে আবার ফিরতে পারেন এমন ইঙ্গিতও ছিল না। বরং ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ মৌসুমে ভালো খেলছিলেন না বলে তাঁর খেলোয়াড়ি ক্যারিয়ার নিয়েই সংশয় দেখা দিয়েছিল।

তবে চলতি মৌসুমে রিয়ালের হয়ে ছন্দ খুঁজে পেয়েছেন ক্রুস। ৩৪ বছর বয়সে নতুনভাবে উজ্জীবিত ক্রুসকে জার্মানির জাতীয় দলে দরকার মনে করেছেন নাগলসমান। আজ ইনস্টাগ্রাম বার্তায় ফেরার ঘোষণা দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন ক্রুস, ‘মার্চে আমি আবারও জার্মানির হয়ে খেলব। কেন? কারণ, কোচ আমাকে খেলতে বলেছেন। আমিও খেলার মুডে আছি। আমি নিশ্চিত, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আমাদের পক্ষে ভাবনার চেয়েও বেশি ভালো খেলা সম্ভব।’

আরও পড়ুন

ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে ‘এ’ গ্রুপে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে জার্মানি। এর আগে মার্চে আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০১০ থেকে ২০২১ পর্যন্ত জার্মানির হয়ে ১০৬ ম্যাচ খেলে ক্রুস গোল করেছেন ১৭টি। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া জার্মানি সাম্প্রতিক সময়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত সেপ্টেম্বরে হান্সি ফ্লিককে সরিয়ে নাগলসমানকে দায়িত্ব দেওয়া হয়। সাবেক বায়ার্ন কোচের অধীনে প্রথম চার ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে জার্মানি। এখন ইউরোকে লক্ষ্য করে দলের শক্তি বাড়ানোয় মনোযোগ দিয়েছেন নাগলসমান। যার অন্যতম ধাপ ক্রুসের সংযোজন।

চলতি মৌসুমে ক্রুস রিয়াল মাদ্রিদের হয়ে লিগে ২৪ ম্যাচ খেলেছেন। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগের বিপক্ষে মাঠে ছিলেন পুরো ৯০ মিনিট। চলতি বছর মাদ্রিদের ক্লাবটির হয়ে তাঁর চুক্তির মেয়াদ শেষ হতে চললেও এক বছর নবায়ন করার ইচ্ছার কথাও জানিয়েছেন এরই মধ্যে।

আরও পড়ুন