কাসেমিরোর অভিষেকে জিতে ইউনাইটেডের টানা দুই

গোলের পর ব্রুনো ফার্নান্দেজছবি: ম্যানচেস্টার ইউনাইটেড

এক আক্রমণে তিন তিনটি গোলের সুযোগ নষ্ট!

ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা নিশ্চিত অমঙ্গলের আশঙ্কা দেখা শুরু করেছিলেন। সাউদাম্পটনে আজ ম্যাচের ১৯ মিনিটের ঘটনা ছিল সেটি। ব্রুনো ফার্নান্দেজ, অ্যান্থনি এলাঙ্গা ও শেষে ক্রিস্টিয়ান এরিকসেন কী করে যেন গোল করতে ব্যর্থ হলেন।

ইউনাইটেডের সমর্থকদের শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। জিতেছে শেষ পর্যন্ত ইউনাইটেডই। আগের ম্যাচে লিভারপুলকে হারিয়ে প্রথম জয়ের দেখা পাওয়া দলটি সাউদাম্পটনের মাঠে সাউদাম্পটনকে হারিয়েছে ১-০ গোলে। ৫৫ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।

গোল করছেন ফার্নান্দেজ
ছবি: রয়টার্স

দারুণ এক আক্রমণের ফসল ঘরে তোলে ইউনাইটেড। বেশ কয়েকটি ওয়ান টাচ পাসের পর বল পেয়ে যান দিয়োগো দালোত। পর্তুগিজ ডিফেন্ডারের ক্রস সাউদাম্পটনের পেনাল্টি বক্সে পেয়ে যান ফার্নান্দেজ। ১৫ গজ দূর থেকে নেওয়া ফার্নান্দেজের ভলি জড়ায় জালে।

ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের কাছে হেরে লিগ শুরু করে পয়েন্ট তালিকার তলানিতে পড়ে থাকা ইউনাইটেড টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার ছয়ে। আগের ম্যাচের মতোই এ ম্যাচেও বদলি হিসেবে মাঠে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বদলি হিসেবে ইউনাইটেডের জার্সি গায়ে প্রথম নেমেছেন কাসেমিরোও। জয় দিয়েই ইউনাইটেড ক্যারিয়ার শুরু হলো ব্রাজিলিয়ান তারকার।

ইউনাইটেডের জার্সিতে কাসেমিরো
ছবি: রয়টার্স

গত ফেব্রুয়ারির পর এই প্রথম লিগে টানা দুই ম্যাচ জেতা ইউনাইটেডের হয়ে সাবেক রিয়াল তারকা কাসেমিরো মাঠে নামেন ৮০ মিনিটে। রোনালদো নেমেছেন আরও ১২ মিনিট আগে।

পর্তুগিজ মহাতারকা নেমেই গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন। তবে মুসা জেনেপোর চ্যালেঞ্জ মৌসুমে প্রথম গোলের দেখা পেতে দেয়নি সিআরসেভেনকে। মিনিট কয়েক পরেই চোটে পড়েন রোনালদো। মনে হয়েছিল মাঠেই চিকিৎসা নেওয়া রোনালদোর বদলি হিসেবেই নামতে যাচ্ছে কাসেমিরো। কিন্তু শেষ পর্যন্ত এলাঙ্গার বদলি হিসেবেই নামেন কাসেমিরো।

ভয় পাইয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: এএফপি

১৯ মিনিটে ‘ট্রিপল’ সুযোগ নষ্ট করা ইউনাইটেডের চেয়ে প্রথমার্ধে বেশি সুযোগ পেয়েছিল সাউদাম্পটনই। ৩১ ও ৩২ মিনিটে তো দুই-দুইবার গোলের সুযোগ পেয়ে যায় দলটি। প্রথমবার বেলা-কচাপ দাভিদ দে হেয়াকে একা পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন। পরের মিনিটে স্টুয়ার্ট অ্যাডামসকে গোল করতে দেননি দে হেয়া। মিনিটে ছয়েক পরে দে হেয়া আরেকবার হতাশায় ডোবান অ্যাডামসকে।

আরও পড়ুন