ক্লিন্সমান এখন দক্ষিণ কোরিয়ার কোচ
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের কাছে ৪–১ গোলে হেরে কাতার বিশ্বকাপের শেষ ষোলো থেকে দক্ষিণ কোরিয়া বিদায় নেওয়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়ান পাওলো বেন্তো। তাঁর জায়গায় সন হিউং–মিনদের ‘গুরু’ হয়েছেন ইয়ুর্গেন ক্লিন্সমান। আজ দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন নতুন কোচ হিসেবে জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী দলের সদস্যের নাম ঘোষণা করেছে।
৫৮ বছর বয়সী ক্লিন্সমান আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছাবেন। কোচ হিসেবে জার্মানিকে ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে তোলা ক্লিন্সমান দক্ষিণ কোরিয়ার ডাগআউটে প্রথম দাঁড়াবেন আগামী ২৪ মার্চ। এদিন কলম্বিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে কোরিয়া।
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করা ক্লিন্সমান দলটির কোচ হতে পেরে আনন্দিত। কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতির মাধ্যমে ক্লিন্সমান বলেছেন, ‘দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হতে পেরে আমি খুব খুশি।’
ক্রমে উন্নতি করতে থাকা দক্ষিণ কোরিয়াকে বিশ্ব ফুটবলে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চান ক্লিন্সমান, ‘কোরিয়ার জাতীয় দল যে ধারাবাহিকভাবে উন্নতি করে যাচ্ছে, এ ব্যাপারে আমি সচেতন। আসন্ন এশিয়ান কাপ ও ২০২৬ বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করব।’
ক্লিন্সমান এরপর বলেন, ‘গুস হিডিঙ্ক ও পাওলো বেন্তোসহ দক্ষিণ কোরিয়ার সাবেক কোচদের পদাঙ্ক অনুসরণ করতে পেরে আমি গর্বিত।’