তুলুজের কাছে হেরে ক্ষুব্ধ ক্লপ

ইউরোপা লিগের চলতি মৌসুমে এটি লিভাপুলের প্রথম হারছবি: এএফপি

ইউরোপা লিগে ফরাসি ক্লাব তুলুজের কাছে ৩-২ গোলে হারল লিভারপুল। ‘ই’ গ্রুপের এ ম্যাচের ফলটা অন্যরকম হলেও হতে পারত, যদি যোগ করা সময়ের শেষ মিনিটে জারেল কুয়ানশাহর গোল বাতিল না হতো।

এই গোল বাতিলের সিদ্ধান্তে মোটেই খুশি নন লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ। ইউরোপা লিগের চলতি মৌসুমে এটি লিভাপুলের প্রথম হার। এই হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষে তারা।

আরও পড়ুন

ঘরের মাঠে ৩৬ মিনিটে তুলুজকে এগিয়ে দেন অ্যারন দোনুম। এরপর ৫৮ মিনিটে ডালিঙ্গা করেন দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে ক্রিস্তিয়ান কাসেরেসের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় লিভারপুল। কিন্তু ২ মিনিট পরই ৩–১ গোলে এগিয়ে যায়। ৭৬ মিনিটে গোলটি আসে ফ্রাঙ্ক মাগরির কাছ থেকে। লিভারপুল ব্যবধান কমায় ৮৯ মিনিটে দিয়াগো জোতার গোলে। যোগ করা সময়ের ১০ মিনিটে কুয়ানশাহ তুলুজের জালে বল পাঠালে আনন্দে মেতে ওঠে লিভারপুলের সমর্থকেরা। তবে গোলটি ভিআরে বাতিল হয়।

গোল বাতিল নিয়ে বেশ ক্ষুব্ধ ক্লপ, ‘আমরা তৃতীয় গোলটি করেছি। শতভাগ নিশ্চিত এটা গোল ছিল। আমি নিশ্চিত নই যে বল হাতে লেগেছিল কি না, ব্যাপারটা এমনই।’

তুলুজের সমর্থকদের উদ্‌যাপনের জন্য সাক্ষাৎকার দিতেও সমস্যা হয়েছে ক্লপের। যা নিয়ে খেপেছেন এই জার্মান কোচ, ‘আমরা এই সংবাদ সম্মেলনের মতোই বিশৃঙ্খল ছিলাম। এই জায়গাতে সংবাদ সম্মেলন করার পরিকল্পনা কার ছিল?’

আরও পড়ুন